সময় কী? আমরা কেন ভবিষ্যৎ - TopicsExpress



          

সময় কী? আমরা কেন ভবিষ্যৎ মনে রাখতে পারি না? ব্যাপারটা ভালমত অনুধাবন করতে গ্লাসের উদাহরণ দেওয়া যেতে পারে। আপনি হাত থেকে গ্লাস ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারেন। কিন্তু কখনই একটি ভাঙা গ্লাস আপনাআপনি জোড়া লেগে মাটি থেকে আপনার হাতে উঠে আসবেনা বা স্বতঃস্ফূর্তভাবে বিশৃঙ্খলা শৃঙ্খলে আবদ্ধ হতে পারবেনা। (গ্লাসকে ইচ্ছা করলে আবার জোড়া লাগানো যায়, কিন্তু জোড়া লাগাতে যেয়ে মোট এনট্রপি আরও বেড়ে যাবে।) মূলত সময়ের দিক এই বিষয়টিই নির্ণয় করে। সময়ের দিক বলতে এনট্রপির দিক বোঝায়। এনট্রপি যেহেতু বাড়ছে, আমরা সময়ের দিক বলতে ঐ দিকই বুঝি। মহাবিশ্বের শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাওয়াই আমাদের কাছে সময়। বিস্তারিতঃ bn.zero2inf/article/802/time-and-arrow-of-time#.UgDFltKbd2w কৃতজ্ঞতাঃ জিরো টু ইনফিনিটি
Posted on: Sun, 11 Aug 2013 17:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015