সমস্যা সমাধানে - TopicsExpress



          

সমস্যা সমাধানে মুরসিকে ৪৮ ঘণ্টা সময় দিল সেনাবাহিনী ১ জুলাই (রেডিও তেহরান): মিশরের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সরকার ও বিরোধী রাজনৈতিক নেতাদেরকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে , জনগণের দাবি অবশ্যই পূরণ করতে হবে। অন্যথায় তারা হস্তক্ষেপ করতে বাধ্য হবে। তবে, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। মিশরের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে দেয়া এ বিবৃতির মূল লক্ষ্যই হচ্ছে- প্রেসিডেন্ট মুরসি ও তার দল। মিশর সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে বলেছেন, যদি দেশের রাজনৈতিক নেতারা বেধে দেয়া সময়ের মধ্যে জনগণের দাবি পূরণের বিষয়ে একমত হতে ব্যর্থ হন তাহলে সামরিক বাহিনী তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। বিবৃতিতে তিনি আরো বলেন, “মিশরের জনগণ দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে তাদের দাবি স্পষ্ট করে দিয়েছে। এখন দেরি করা মানেই হচ্ছে দেশে বিভক্তি আরো জোরদার হয়ে ওঠা।” bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/50615-সমস্যা-সমাধানে-মুরসিকে-৪৮-ঘণ্টা-সময়-দিল-সেনাবাহিনী
Posted on: Tue, 02 Jul 2013 05:48:21 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015