সম্পাদক বা সম্পাদনার কাজ - TopicsExpress



          

সম্পাদক বা সম্পাদনার কাজ যে কতোটা ঝামেলার আজকে বুঝলাম। একজন আমাকে ইঙ্গিত করে লিখছে ব্যক্তিগত খারাপ সম্পর্কের কারণে নাকি আমি তার লেখা ফেলে দিতাম! (তার সাথে যে ব্যক্তিগত খারাপ সম্পর্ক ছিলো এটাই তো আমি আজকে জানলাম!) আমি নয়াদিগন্তের ফান ম্যাগাজিন থেরাপির মাত্র কয়েক সংখ্যায় পাঠকদের লেখা বাছাই করেছিলাম। কিন্তু সেখানে কারো লেখা ফালানো বা যোগ করার দ্বায়িত্ব আমার হাতে ছিল না। তারপরও এখন অনেকের মুখে শুনতে পাই কারো লেখা না ছাপলেই সেটা ছিল আমার দোষ! আমি নাকি ইচ্ছাকৃত ভাবে তাদের লেখা দিতাম না ব্যক্তিগত সম্পর্কের জের ধরে! কিংবা তাদের লেখা পড়িইনি অথবা মেইল খুলে ডাউনলোড করে লেখাটি কম্পোজ বিভাগে পাঠাইনি ইত্যাদি এমন অভিযোগ তো আছেই! অথচ এটা বলার আগে একবারও কেউ ভাবে না নিজের লেখাটা কতোটা মানসম্মত ছিল। কলম ধরতে জানলেই যদি লেখক হওয়া যেত তবে পৃথিবীতে নজরুল, রবীন্দ্রনাথ বা হুমায়ন আহমেদের মতো লেখক কখনোই তৈরি হতো না।
Posted on: Tue, 13 Aug 2013 17:02:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015