সম্ভবত এই বছরের শেষ - TopicsExpress



          

সম্ভবত এই বছরের শেষ পোস্ট + রিভিউ :-( আশা করি সবাই পড়বেন :-D Gone Girl (2014) Genre : Drama, Mystery, Thriller Based on a Novel & Screenplay by : Gillian Flynn Directed by : David Fincher :-) IMDB Rating : 8.3 My Rating : 8 কিভাবে শুরু করবো, বুঝতে পারছি না ! যাই হোক... ফাইনালি !! :-D ফাইনালি... David Fincher -এর নতুন এই আলোচিত মুভিটা ভালোভাবে দেখার সৌভাগ্য হলো ! সেই কবে থেকে যে ব্লুরের অপেক্ষায় ছিলাম, নিজেও ঠিক মনে করতে পারবো না ! মুক্তির পর বাঘা বাঘা কিছু ওয়েবসাইটে রিভিউও পড়লাম । পজিটিভ কথাই বেশী শুনলাম মোটামুটিভাবে । শুধু ভাবছিলাম, কি আছে আসলে Gone Girl -এ ! এভাবে আহামরি ভাবে ভাবার অবশ্যই যৌক্তিকতা আছে । David Fincher এর সবগুলা চলচ্চিত্র যেহেতু দেখেছি, তার নতুন কোন চলচ্চিত্র যে অসাধারনই হবে... তা আর বলার অপেক্ষা রাখে না ! অন্তত যারা উনাকে চেনেন বা জানেন, তারাও চোখ বন্ধ করে আমার কথাটার সাথে একমত হবেন ! তিনি এমনই একজন David Fincher, তার চলচ্চিত্রের মুল চরিত্রে যারাই থাকুক না কেন... ওই চলচ্চিত্রটা ডেভিড ফিঞ্চারের চলচ্চিত্র নামেই জোরেশোরে উচ্চারিত হয় ! :-) যাই হোক... সরাসরি আলোচনায় যেতে চাই । ★ সংক্ষেপে মূল কাহিনীঃ (No Spoilers) নিজেদের ৫ম বিবাহবার্ষিকীর দিন সকালে বাড়িতে প্রবেশ করার পর Nick বুঝতে পারে যে, তার ভালোবাসার প্রিয় মানুষ... তার স্ত্রী Amy, অজানা এবং রহস্যজনক কোনো কারনে বাড়িতে নেই ! নেই তো নেই... একেবারে উধাও ! পুলিশের কাছে কিডন্যাপড ডায়রী করার পর শুরু হয় তদন্ত ! ব্যক্তিগত এবং সাংসারিক জীবনে খানিকটা বেখেয়াল Nick -কে কেনো যেনো তার স্ত্রীর ব্যাপারে একটু অনাগ্রহী-ই দেখা যায় ! এমনকি গোয়েন্দাদের তদন্তে সুষ্ঠুভাবে কো-অপারেট পর্যন্তও করে না সে ! এমন অবস্থায় স্বাভাবিকভাবেই তার স্ত্রীর এমন রহস্যজনক গুম এবং সম্ভাব্য হত্যার অন্যতম একজন সাসপেক্ট হিসেবে তাকেও বিবেচনা করা হয় ! এবং এটা জানার পর Nick নিজেও প্রচন্ড অবাক হয় এবং গোয়েন্দা-মিডিয়া-পু­লিশ কে এড়িয়ে চলতে রীতিমত বাধ্য হয় । এভাবেই শুরু হয় কাহিনীর মূল আয়োজন । বেশ কিছুক্ষন পর থেকেই কাহিনী নিতে থাকে একের পর এক মোড় ! কি ঘটে আসলে Nick ও তার স্ত্রী Amyর সাথে ? Amy কি সত্যিই কিডন্যাপড হয় ? কিংবা খুন ? নাকি স্বেচ্ছায় পলায়ন ? খুন হলে সেটার জন্য দায়ী কে, Nick ? নাকি অন্য কেউ ? আসলে ঘটেই বা কি ? Nick কি মানসিকভাবে পরিপূর্ন অসুস্থ ? Amyই বা কতটুকু সুস্থ ? আমি যে এতগুলা কথা লিখলাম, সেগুলোই বা কতটুকু সত্য !!! :-D মজা করলাম একটু ! :-P আসলে কাহিনী যেভাবে এগোতে থাকে, আপনি এক মুহুর্তের জন্যেও চেয়ার ছেড়ে উঠতে পারবেন না... অন্তত এই গ্যারান্টি দিতে পারবো...! :-) এখন খুব সংক্ষেপে বলবো, মুভিটার কোন কোন দিকগুলো আপনার কাছে সন্দেহাতীতভাবে অসাধারন লাগবেঃ ★ David Fincher -এর অসাধারন পরিচালনা এবং মেকিং সেন্স আপনি যদি David Fincher -এর মেকিং সম্পর্কে অভ্যস্ত না থাকেন, তাহলে চলচ্চিত্রটা আপনার কাছে বেশ লম্বা এবং অনেকটা বোরিং-ও লাগতে পারে... স্বাভাবিক ! কারন, স্টোরি ডেভেলপিং যথেষ্ট স্লো ! এধরনের চলচ্চিত্র এবং বিশেষত David Fincher -এর আগের কিছু চলচ্চিত্র দেখা থাকলে আপনার এই অবাঞ্ছিত ধারনাটা কেটে উঠতে পারবেন । David Fincher একজন পরিচালক হিসেবে সব সময়ই তার কাজে চরম মাত্রায় সৃষ্টিশীলতা দেখান ! তার বেশীরভাগ চলচ্চিত্রেরই গল্প + চিত্রনাট্য উনি নিজে লেখেন না এবং তার জীবনের সবগুলো চলচ্চিত্রেরই গল্প + চিত্রনাট্য একেক জনের লেখা ! (ব্যাপারটা কিন্তু আসলেই ইন্টারেস্টিং :-D ) একেক লেখকের সাথে কাজ করলেও উনার নির্মানের ধরনের কিন্তু একটা বিশেষ লেভেল আছে ! যে লেভেলটা উনি উনার সব কাজেই খুব সুন্দরভাবে বজায় রাখেন । পুরো চলচ্চিত্রটার প্রত্যেকটা সিকুয়েন্স দেখে অবশ্যই মনে হবে... এতো যত্ন নিয়ে পুরো কাজটা বানালো কে... তার নামটা একটু বিশেষভাবে দেখা দরকার ! এক কথায়... চলচ্চিত্রটার পরিচালনা দক্ষতা অসাধারন ছিলো ! :-) ★ Rosamund Pike -এর অভিনয় পুরো চলচ্চিত্রটাতে এই একজনের অভিনয় ছিলো একদম মার্ক করার মতো । বাকি সবার অভিনয় বেশ ভালো ছিলো ! কিন্তু, স্পেশালি বললে... Rosamund Pike -এর কথাই মনে আসবে ! এবাবের গোল্ডেন গ্লোবে তো Drama জেনারে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নমিনেশনও পেয়ে গেছেন ! তবে, আমার কাছে মনে হয়েছে... কয়েকটা সিকুয়েন্সে এক্সপ্রেশন আরো অনেক প্রানবন্ত হতে পারতো ! যেমন, গল্পের মাঝখানের দিকে... কান্না করার একটা দৃশ্যে তার কান্না করা এবং সেই সাথে একটা ডায়লগ থ্রো করা দেখে মনে হলো, এইখানে আরেকটু better হতে পারতো ! এছাড়া সব দিক দিয়ে ভালোই ছিলো উনার পারফর্মেন্স । :-) ★ Gillian Flynn -এর লেখা উপন্যাস Gone Girl এবং চলচ্চিত্র Gone Girl নিয়ে কিছু কথা জানিয়ে রাখছি, Gillian Flynn -এরই লেখা ২০১২ সালে প্রকাশিত একই নাম Gone Girl নামক থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি । এধরনের নির্মানের একটা ব্যাপার থাকে... সেটা হলো, উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্রের কাহিনীতে তেমন বড় ধরনের পরিবর্তন করার সুযোগ হয়তো থাকে না ! ফলে, যাদের উপন্যাসটা পড়া থাকে... তাদের আর কষ্ট করে কাহিনীর ভেতর-বাহির বোঝার প্রয়োজন পড়ে না ! কাহিনীর বেশ বড়-সড় একটা ব্যাপার তাদের মোটামুটি জানাই থাকে ! কিন্তু, সাহিত্য আর চলচ্চিত্র তো আর এক জিনিস না ! দুইটার দুই ধরনের জগৎ । যদিও একটা বিশেষ সেন্সে একে অপরের সাথে এরা চরমভাবে রিলেটেড । তাই, যতই কাহিনী জানা থাকুক... পুরো কাজটা বেশ উপভোগ্য মনে হওয়াই স্বাভাবিক ! মোট কথা... নিজেরই লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও Gillian Flynn -এর নন-লিনিয়ার চিত্রনাট্য অসাধারন ছিলো । এছাড়া অসাধারন কিছু ডায়লগও ছিলোঃ → Amy Dunne : I will practice believing my husband loves me but I could be wrong... → Amy Dunne : Whats the laptop for ? Nick Dunne : Laptopping ! :-D → Nick Dunne : Come home, Amy. I dare you... ★ এছাড়াও অন্যান্য বিষয়গুলাও বেশ ভালো ছিলো । পরিচ্ছন্ন সিনেমাটোগ্রাফি, কস্টিউম । এডিটিংও বেশ ভালো ছিলো... তবে, কিছু কিছু সিকুয়েন্স আরো দ্রুত শেষ করা যেত, মানে করলে ভালো লাগতো ! ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছিলো ! এডিটর Kirk Baxter মিউজিকের প্রয়োগ টা যথাযথই করেছেন । খুব ভালো লাগসে এই ব্যাপারটাতে ! :-) এছাড়া সিনেমাটোগ্রাফার Jeff Cronenweth -এর ফ্রেম লাইটিং চমৎকার ছিলো । কালার কারেকশনও সুন্দর ছিলো । Ben Affleck -এর অভিনয় আরেকটু ভালো হলে মন্দ হতো না ! তার ব্যাপারে পরিচালক সাহেবও আরেকটু গুরুত্ব দিলে ভালো লাগতো ! এই তো... সব মিলিয়ে-ঝিলিয়ে বেশ উপভোগ্য একটা চলচ্চিত্র এটা । আশা করা যায়, সবারই ভালো লাগবে । ধন্যবাদ... এতো লম্বা লেখাটা পড়ার জন্য :-) হ্যাপী ওয়াচিং... :-)
Posted on: Tue, 30 Dec 2014 21:47:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015