সময়ের অভাবে আমার অতি - TopicsExpress



          

সময়ের অভাবে আমার অতি কাছের বন্ধুদের বলতে পারিনা *বন্ধু তোমায় ভীষণ ভালবাসি* আজকে অন্তর থেকে না বলা সেই ভালবাসার কথা,,, কেউ মাইন্ড কইরোনা,,, * * ভয়ঙ্কর জুমেল আমার অতি নিকটের বন্ধু। সারাদিন বাইক আর ফেসবুক নিয়েই যার জীবন। নামে ভয়ংকর হলেও মনটা অনেক সফট,,, লাভ ইউ জুমেল। * * মোঃ জিহাদি আজাদ একজন জিহাদি বেক্তি। মেধাবী আর চিন্তাশীল যুবক। আমার আদরের ছোটভাই,, মিসিং ইউ। * * রুপন্তীর স্বপ্ন আমার মামু। জীবন সমন্ধে গবেষণা করতে করতে পোলাডা দেবদাস হওয়ার পথে,, দুর হতে জানাই লাভ ইউ মামু। * * ফেসবুকের দাদা একজন অলিখিত কবি। নাতি নাতিনীদের হাতে কলমে বেড়ে তোলাই যার নেশা। কিপ ইট আপ ছোটভাই। * * Al Arab আমার দুলাভাই। সবাইকে নামাজের দাওয়াত দেওয়া আর সত্য পথে চলার অনুরোধ করাই যার প্রধান স্বভাব। আই লাভ ইউ দুলাভাই। * * Shihanul Kabir Bappi শান্ত আর ভদ্র আমার কিউট ভাই। আজীবন তোমাকে ভালবাসিতে চাই ছোটভাই।।। * * বুঝ বালক স্মার্ট ছেলে। ইউনিভারসিটির ছাত্রীর সাথে প্রেম করতে করতে পোলাডা হাপিয়ে গেছে। ভাল গান গাইতেও জানে আমার কিউট বন্ধু,, লাভ ইউ সোনা। * * পদ্মানদীর মাঝি আমার আর নূরের আদরের ছোটভাই। সাহস আর মেধায় অতুলনীয় আমার ভাই। ভালবাসা নিস রাজিন। * * #জল_ছবি আমার ভাল একজন বন্ধু। মিসিং ইউ দোস্ত। * * #রবি আমার দুষ্টু ছোটভাই,, লাভ ইউ * * #অন্তহীন_মেহেদি লক্ষী ভাই আমার। * * #Polash আমার জানের জিগার দোস্ত। মিষ্টি স্বভাবী দুষ্টু যুবক। বিদেশিদের সাথে ভাব জমাতে তুলনাহীন। লাভ ইউ ডোস্ত। * * #Maruf_Alom আমার বন্ধু। নূরের সাথে থেকে থেকে অনেক পাকনা হয়ে গেছে। * * #Mahfuza_Akter আমার জাদুমণি ডোস্ত। লাভ ইউ * * Nur Babu আমার জানের জান,, আমার ভাই+বন্ধু। যাকে নিয়ে অলটাইম টেনশনে থাকতে হয় আমাকে। পাগলটা কখন যে করে বসে বলা মুশকিল। তোকে ভিষণ ভালবাসি রে নূর। উউউউউম্মম্মম্মম্মাহহহহ
Posted on: Mon, 27 Oct 2014 05:51:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015