সর্বকালের সর্বশ্রেষ্ঠ - TopicsExpress



          

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কে? আওয়ামীলীগ বলবে- শেখ মুজিবুর রহমান। (প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সেদিন এই কথাই বললেন) বিএনপি এইক্ষেত্রে নীরব থাকবে, তবে হয়তো মনে মনে আওড়াবে- শহীদ জিয়াউর রহমান! হেফাজতে ইসলামের কোন কর্মীকে যদি ঘুমের ঘোরেও জিজ্ঞেস করা হয়- সে লাফিয়ে ওঠে জবাব দিবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। শিবিরের কাউকে এই প্রশ্ন করলে- সে হয়তো প্রশ্নকর্তার দিকে লাঠি নিয়ে তেড়ে যাবে আর বলবে- তুই এই প্রশ্ন করার সাহস পাইলি কেমনে? রাসূল (সাঃ) ছাড়া অন্য কেউ হতে পারে এটা তুই ভাবলি কেমনে? আমি যা বললাম, মানেন বা না মানেন- এটাই বাস্তবতা। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেস্ট। উপরের উদাহরনটা থেকেই বুঝে নিন কে বা কারা সেদিন কোরআন পুড়িয়েছিল? #BB
Posted on: Thu, 31 Oct 2013 04:22:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015