সুবর্ণলতা, রাগ করো না - TopicsExpress



          

সুবর্ণলতা, রাগ করো না তুমি সুবর্ণলতা, রাগ করো না তুমি হয়তো ভুলটা আমার ই ছিল হয়তো আমি চাইলে সবকিসু অন্ন রকম হত হয়তো কোন এক পড়ন্ত বিকেলে লাল টুকটুকে সূর্যটাকে সাথে নিয়ে দুজন দুজনার হাত ধরে হারিয়ে জেতাম দূর অজানায়............ সুবর্ণলতা, রাগ করো না তুমি তোমার মাতাল করা হাসি আম্র হৃদয়টাকে ভাঙ্গে চুরে টুকরো করে দিয়ে যায় তোমার মুক্ত ঝরা হাসি আমাকে ভাসিয়ে নিয়ে যায় দূর দিগন্তে তোমার চোখের মায়াবি চাহনিটা............ কি করে ভুলব তোমায় বল? সুবর্ণলতা, রাগ করো না তুমি আমি জানি দোষটা আমার কিন্তু, কিন্তু কি করব বল আমি যে অসহায় আমার পায়ে যে শিকল পরিয়ে রেখেছে তোমাদের তথা-কথিত সমাজ আমার মুকটা যে বন্ধ করে রেখেছে আমায় তুমি ভুল বুঝ না সুবর্ণলতা, রাগ করো না তুমি আমি জানি তুমি পারবে না আমার উপর অভিমান করে থাকতে পারবে না কখন ভুলে জেতে এই দিনগুলো কে যদিও আমি তোমার হৃদয় এসেছিলাম ক্ষণিকের জন্য যেমন কোন যাত্রীসাওনিতে দাড়িয়ে থাকা যাত্রীর মত করে আসেনি গাড়ি, চলে যাইনি যাত্রী ও তবু দুজনের মাঝে আজ কালো পর্দা... :( সেটা ও বা দোষের কি পাশাপাশি হেঁটে চলা না হয় সুধু চেয়ে দেকব তোমায় কোন দিন ডাক দিব না সুবর্ণলতা, রাগ করো না তুমি by:বিলুপ্ত মানবতা
Posted on: Wed, 18 Sep 2013 20:38:24 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015