সুর ভুলে যেই ঘুরে বেড়াই - TopicsExpress



          

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥ উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে-- বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥ বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায় চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়। তোমায় বসাই এ-হেন ঠাঁই ভুবনে মোর আর-কোথা নাই, মিলন হবার আসন হারাই আপন-মাঝে-- বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে Melody forgotten When I hasten about in work alone My heart senses the rebuke in your eyes Vistas vanish before my eyes Lost are the skies and mother earth Fade away in the far far beyond Opulent azure sweet verdure Their gentle caress eludes me My heart senses the rebuke in your eyes The cosmos conspires with the winds To stir me into a fervence With a hint of that melody No place on earth is worthy enough For you to take your royal throne I even lose the hope to welcome you into myself My heart senses the rebuke in your eyes
Posted on: Tue, 09 Dec 2014 18:57:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015