#সৃজনশীল নিয়ে আলোচনা করব - TopicsExpress



          

#সৃজনশীল নিয়ে আলোচনা করব কথা ছিল ! সবসময় আমি একটা কথা বলি কম পড় আর বেশি পড় যেটুক পড়বে সেটুক এমনভাবে বুঝে পড় যেন অন্য আরেকজন কে বুঝাতে পারো ! সৃজনশীল জিনিসটা শুনতে যতটা সৃজনশীল মানে নিজের মত করে লিখব , বানায় বানায় যা মন চায় - আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না ! একটা মানসম্মত সৃজনশীল প্রশ্ন এর উত্তর লিখতে গেলে বেশ কিছু নিয়ম মানতে হয় ! ১/ সৃজনশীল এর ৪টা ভাগ । জ্ঞানমূলক,অনুধাবন,প্রয়োগ,উচ্চতর দক্ষতা ! ২/ প্রথম প্রশ্নে ১ নাম্বার থাকে জ্ঞানমূলক যেটা অপশন ছাড়া অবজেক্টিভ প্রশ্ন ! এটা সবসময় এক লাইন এ উত্তর করবা ! সবসময় ! এর বেশি লিখার বা ব্যখ্যা করার প্রয়োজন নাই ! জ্ঞানমূলক এ সাধারণত যে কোন সংজ্ঞা,ব্যক্তির নাম,কোন কিছুর সাল এগুলাই আসে ! ৩/ ২য় প্রশ্নে থাকে ২নাম্বার ! এটাকে অনুধাবন মূলক বলা হলেও এর মধ্যে জ্ঞান,অনুধাবন ২টাই থাকে ! এই প্রশ্ন টা অনেকটা ছোটবেলায় যে ব্যাখ্যা পড়তাম উৎস,প্রসংগ ও ব্যাখ্যা তিনভাগে ! এখানে উৎস না লিখলেও হবে প্রসংগ টা প্রথমে এক বা ২লাইন এ জ্ঞান মূলক হিসেবে লিখে দিতে হয় !এরপর প্যারা করা ভাল ! এবং অবশ্যই প্যারা করবা ! ২য় প্যারা করে যেটা ব্যাখ্যা করতে বলবে সেটা ব্যাখ্যা করবা ৫-৬ লাইন যথেষ্ট ! সৃজনশীলে অযথা রচনা লেখার চেষ্টা করলে টিচার বিরক্ত হয় ! to the point answer করবা ! সাধারণত বইয়ের কোন লাইনের ব্যাখ্যা আসে বাংলায়, বিজ্ঞান এর বিষয় গুলোতে ছোট ছোট সূত্রের প্রতিপাদন আসে তখন জ্ঞানমূলকে সূত্রটা কার বা যে বিষয়ে সূত্র তার সংজ্ঞাটা দিয়ে দিতে পারো।এরপরের প্যারায় প্রতিপাদন করলা ! বায়োলজিতে সাধারণত বৈশিষ্ট্য/পার্থক্য গুলো আসে ! পার্থক্য অবশ্যি ছকাকারে দিবা ! ৪/ ৩নাম্বারের প্রশ্ন হচ্ছে প্রয়োগ ! এই প্রশ্নে অবশ্যি তিন টা প্যারা করবা! (ফিজিক্স আর কেমিস্ট্রি তে না অংক আসলে সেখানে প্যারা না করলেও হয়) প্রথম প্যারায় থাকবে প্রশ্নটা বইয়ের ঠিক কোন লাইন কে indicate করতেসে ! একলাইনে বলে দিবা! দ্বিতীয় প্যারায় থাকবে বই আর স্টেম এর মূল কথাটা কি । ২-১ লাইনের বেশি লিখবানা ! ৩য় প্যারায় ব্যাখ্যা করবা বইয়ের সাথে কি মিল ওইটাও বলবা কি অমিল ওইটাও বলবা ! এ প্রশ্নটা সরাসরি স্টেম রিলেটেড !ঘুরায় ফিরায় যেভাবেই বলুক না কেন অনুধাবনে বাংলা আর বায়োলজি তে চায় যে স্টেম টা বইয়ের ঠিক কোন অংশ থেকে করা হইসে ! যেই প্রশ্ন টা করা হয় ঠিক ওই জায়গাটা থেকেই উত্তর করতে হয় ! চ্যাপ্টার এ হয়তো রিলেটেড অনেক কিছু থাকতে পারে কিন্তু সম্পর্কহীন ভিন্ন কিছু লেখা যাবেনা ! যেমন বাংলা দিয়ে উদাহরণ দিলে ভালো বুঝবা ! ধর এরকম একটা স্টেম দিল যে এক পরিবারে পুত্রবধূ কে নির্যাতন করা হইসে আরেক পরিবারে অনেক আদর করা হয় পুত্রবধূকে ! প্রয়োগ এ বলল যে কবর কবিতার সাথে মিল কোথায় ? তখন কিন্তু পুরা কবর কবিতার সারমর্ম লিখে দিলে গোল্লা পাবা ! খালি ওই পয়েন্ট টাই টাচ করতে হবে ! আর কিচ্ছু না ! ******* ( #১৫_ব্যাচ এই প্রয়োগ এর উত্তর টা দাও । দরকার হলে লিখে ওয়াল এ দিতে পারো ! সবচেয়ে সুন্দর উত্তর পেজে দেয়া হবে )********** কেমিস্ট্রি আর ফিজিক্সে সাধারণত এই অংশে ম্যাথ থাক এ! ম্যাথ যেভাবে সাধারণত কর ওই ভাবেই করবা ! প্রথমে কোন লেটার কি মিন করে ওই টা লিখবা এরপর সূত্র বসায়ে অংক করবা ! প্রয়োগ মূলকের উত্তর কখনোই ১.৫ - ২ পৃষ্ঠার বেশি করবা না ! অংক বড় হইলে সেটা ভিন্ন কথা ! ৫/ সবশেষে উচ্চতর দক্ষতা ! এই প্রশ্নে যেকোন কিছু থাকতে পারে ! এটাতে ৪ নাম্বার ! সো ৪টা প্যারা হবে এতক্ষণে বুঝে গেস ! প্রথম প্যারায় জ্ঞানমূলক , রিলেটেড কোন সংজ্ঞা বা ব্যক্তির নাম বা সূত্রের বিবৃতি দিবা । ১ লাইন দ্বিতীয় প্যারায় প্রশ্নটার মূল বিষয় ২-৩ লাইন! তৃতীয় প্যারায় জিনিসটার সাথে বাস্তব জীবনের সম্পর্ক বা প্রভাব আর বই এর সাথে কোন জায়গাটায় মিলে যায় সেটা ৫-৬ লাইন চতুর্থ প্যারায় বাংলা প্রশ্নে যেই চ্যাপ্টার এর প্রশ্ন ওই টার সারমর্ম ঘুরায় ফিরায় শর্ট করে লিখে দিবা ! বায়োলজি তে কোন কিছুর উপকার,অপকার , কার্যকারিতা এগুলাই বেশি আসে! পয়েন্ট করে দিলে বেশি নাম্বার পাবা এগুলা ! ফিজিক্স আর কেমিস্ট্রি তে বড় অংক, বড় প্রতিপাদন এগুলা আসে! এ প্রশ্নে ম্যাথ আসলেও সংজ্ঞা অর্থাৎ জ্ঞানমূলক অংশটা দিয়ে দেয়া ভালো ! অনুধাবন/প্রয়োগ দিতে হবেনা ! কিন্তু অনেক সময় একটা ঘটনা দিয়ে বলে এটা কেন হইল ! কোন সূত্রের কারণে হইল বা তাপমাত্রা বাড়াইলে / কমাইলে ঘনমাত্রা কমাইলে/বাড়াইলে কি হইত ! তখন ৪টা অংশই দিতে হবে ! **বোর্ড পরীক্ষায় খাতা কিভাবে কাটে এটাতো সবাই জানে :P তাই এক প্যারায় উত্তর না করে ভাগ ভাগ করে উত্তর করলে টিচার রা অনেক সময় ১০ এ ১০ ও দিয়ে দেয় কারণ প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা ১ নাম্বার থাকে ! একসাথে উত্তর করলে টিচার রা পুরোনো স্টাইলে টানা ১০ এ ৬-৭ নাম্বার দিয়ে চলে যায় :) কোন সমস্যা থাকলে কমেন্ট এ জানাও। #ধূসর
Posted on: Sun, 28 Sep 2014 15:20:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015