স্কুলের পিয়ন এসে - TopicsExpress



          

স্কুলের পিয়ন এসে হেডস্যারকে একটা চিঠি দিল । ঐ স্কুলেরই এক ছাত্র চিঠিটা লিখেছে। চিঠিটা পড়ে স্যার রাগে নিজের চুল টেনে ছিঁড়তে লাগল !! কি লেখা ছিল সেই চিঠিতে ?? "ডিয়ার স্যার, সবার আগে জানতে চাই, পরীক্ষার সিলেবাস কোন পাগলে তৈরি করে ? সিলেবাসের সাইজ দেখলে মনে হয়, ছাত্রদের উপর বহুদিনের পুরোনো কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। এবার বলুন, এত কঠিন প্রশ্ন বানানোর জন্য আপনারা কত টাকা ঘুষ খান ? প্রশ্ন দেখে স্টুডেন্টদের মাথায় ডায়রিয়া শুরু হয়ে যায় !! প্রতিশোধ নেন, ঘুষ খান, মেনে নিলাম । কিন্তু খাতাটা তো অন্তত একটু দয়া- মায়ার সহিত দেখতে পারেন !! আপনারা আপনাদের বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে বসেন, তারপর আমাদের খাতার উপর দিয়ে ঝড় বয়ে যায় । আপনারা শিক্ষিত লোক, সমাজের বিবেক । এভাবে দিনের পর দিন বিবেকহীন কাজ করে আমাদের লাইফটা হেল করে দিবেন না । আশা করি, আপনি আমাদের দুঃখটা একটু হলেও বুঝতে পারবেন । ইতি, আপনার একান্ত বাধ্যগত ছাত্র . . . . . . . . . . আমারে পাগল পাইছেন ?? নাম লেইখা বাঁশ খাই আরকি !"
Posted on: Tue, 09 Jul 2013 14:18:53 +0000

Trending Topics



" style="min-height:30px;">
Aisa Nhi Ki Ye Zindgi Buri Hai, Par School Or College Life Ki Bat
Question Paper Of A 5th Class exam- . . . . . . . . .
"Wacko birds" is just another name for INSANE. These folks have

Recently Viewed Topics




© 2015