স্টাই ( Stye - গুটা) কেন হয় ? - TopicsExpress



          

স্টাই ( Stye - গুটা) কেন হয় ? ( ২ -২ ) ------------------------------------------------------------ ( পড়ার আগে - দয়াকরে মনোযোগের সাথে ফটোগুলি দেখে নিবেন , বিশেষ করে আমার Time Lineএ - তাহলেই আপনি নিজে বিষয়টা সম্পর্কে বুঝতে পারবেন । Restriction এর কারনে অন্য Time Lineএ একটার বেশী ফটো দেয়া যায় না -যেটা আমারটায় সম্ভব । ) ৄ Staphylococcus Bacteria জীবানু দিয়ে এই রোগটি হয় । জীবানুগুলি আমাদের শরীরেই থাকে । হয় চামড়ার উপর , না হয় নাকের ভিতরে । এরা সাধারনত কোন ক্ষতি করেনা । তবে এরা বংশ বিস্তারের জন্য সুবিধামত পরিবেশ পেলে যে শরীরে অবস্থান করে- সেই শরীরকেই আক্রমণ করে বসে। শরীরের Defence Mechanism এই অনাকাঙ্খিত ঘটনা মেনে নেয়না । তাৎক্ষনিক ভাবে সে এগিয়ে এসে জীবানুকে মোকাবেলা করার চেষ্টা করে। যুদ্ধ শুরু হয়। যুদ্ধ ক্ষেত্রটি হয়ে যায় গরম,লালচে , সেখানে দেখা দেয় ব্যাথা ও ফুলা । আমাদের উচিত হবে - চোখের মত Delicate Organ কে পরিস্কার পরিচ্ছন্ন রেখে তাকে জীবানুর আক্রমণ থেকে রক্ষা করা। আমরা কি করি ? নাকের ভিতরে আঙ্গুল দিয়ে ঘসে সেই হাত দিয়ে অজান্তেই নিজের চোখ ঘসি । এভাবেই আমরা জীবানুর বিস্তার ঘটাই - আর আক্রমণের পরিবেশ আমরা নিজেরাই তৈরী করে দেই । ৄ যাদের এই গুটা Repeat করে তাদের Eye Lid Marginকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপশি - মুখমন্ডল ও মাথায় কোন চর্ম রোগ থাকলে তারও যথাযথ চিকিৎসা নিয়ে ভাল করে নিতে হবে । ৄ Eye lid hygiene ( পরিস্কার পরিচ্ছন্ন ) কিভাবে Maintan করবেন ? ( যাদের চোখে স্টাই বার বার Repeat করে তাদের জন্য ) হাত সাবান দিয়ে ধুয়ে - এক কাপ সহনীয় গরম পানিতে দুই ফোটা Baby shampoo গুলে তাতে একটি Cotton bud অথবা তুলা ভিজিয়ে চিপে চোখ বন্ধ করে নিয়মিত ভাবে lid কে ডান দিক থেকে বামে,উপরের পাতাকে উপর থেকে চুলের গুড়া,নীচের পাতাকে নীচ থেকে চুলের গুড়া পর্যন্ত Massage এবং Scrub করতে হবে - ফটোর নমুনার মত করে । এতে lid থেকে অতিরিক্ত জীবানু, মরাচামড়া ইত্যাদি দুর হয়ে যাবে আর Glandএ জমাকৃত রস নরম হয়ে লক্ষনকে উপশম করবে । প্রক্রিয়াটি ১০ মিনিট করে দিনে ৪ বার করলেই চলবে । ৄ নোংরা Towel ,অন্যের ব্যাবহার করা Csmatics -Towel - বালিশ বিছানার চাদর ইত্যাদি ব্যাবহার করা যাবেনা । ৄ স্টাই কে ছিদ্র করা বা টিপে গলান যাবেনা । এতে চামড়ায় Scar tissue পরে। এটা স্টাইকে Repeat করায় । ৄ অনিদ্রা , যেকোন Stress এড়াতে হবে । ৄ ঘুমাতে যাবার আগে চোখ ও মুখমন্ডলের Make up তুলতেই হবে । ৄ চোখের চুলের গুড়ার কাছে Gland গুলির যে মুখ আছে তা কাজল, সুরমা ,Cosmatics ইত্যাদির Granules দিয়ে Block হয়ে যেতে পারে । তাই , এদের ব্যাবহারের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে । ৄ চোখে হাত লাগান যাবেনা । ডাঃ কে.আর .ইসলাম , ময়মনসিংহ । ২৪শে অগ্রহায়ন ১৪২১ () বিঃদ্রঃ- যদি মনে করেন এই লেখাটি ব্যাক্তির স্ব্যাস্থ সচেতনতায় কাজে লাগতে পারে তাহলে দয়া করে Share করবেন ।
Posted on: Mon, 08 Dec 2014 12:19:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015