¤¤ স্টুডেন্ট লাইফটা - TopicsExpress



          

¤¤ স্টুডেন্ট লাইফটা সত্যিই একটা বাঁশবাগান ¤¤ * যখন দশম শ্রেণীর ছাত্রঃ সবে স্কুলের ওয়াল টপকানো শুরু। আর তাতেই টিচারদের রেড সিগন্যাল : এইভাবে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াল টপকানো মানে নিজের ফিউসার সাকসেস কেই টপকানো। বি কেয়ারফুল * যখন কলেজে পা রাখিঃ মাত্র ঢাকার বাতাস গায়ে লাগিয়ে শার্টের উপরের দিকের বোতামটা খুলে চলাফের তাতেই টিচারদের হিংসা শুরুঃ শোনো ছেলে এস.এস.সির রেজাল্ট কিছুই না। এইচ.এস.সিতে ভাল করতে না পারলে সবকিছু বৃথা। সময় একবার চলে গেলে........ ইত্যাদি ইত্যাদি * এইচ.এস.সি শেষেঃ এই তিন মাস হল লাইফের টার্নিং পয়েন্ট। SSC আর HSCর রেজাল্ট কোনই কাজে আসবে না যদি না তিনটা মাস যথার্থ ব্যবহার কর। ----টিচার+গার্ড­ িয়ানদের পরামর্শ। ভার্সিটিতে উঠলে অনে মজা করতে পারবা। ভার্সিটিতে কোন পড়াশুনা নাই। কেবল এই উক্তিটাই ইন্জিনের জ্বালানির মত কাজ করতেছিল... * এখন ভার্সিটিতে পড়া অবস্থ এখনকার আপডেটেড উক্তি: ১২ বছরে অনেক পরিশ্রম করছো। কিন্তু এই ৪ বছর পরিশ্রম না করলে ফসল তো দূরের কথা, ফসলের চিটাও জুটবে না। উক্তিগুলার জন্য ডান কান টাকে ENTRY আর বাম কানটাকে EXIT হিসেবে ব্যবহার করেও নিস্তার নাই। পরমুহূর্তেই ঘোষণা আসে, অমুক অমুক তারিখে পরীক্ষা !! লে হালুয়া !! এইভাবে আর কত ?? সেইসব সুশীল লোকদেরকে একবার মুখ ফুটে বলতে ইচ্ছা করে, আর পারছি না গুরু.. সেই নার্সারি থেকে শুরু..
Posted on: Thu, 28 Nov 2013 06:25:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015