স্বপ্নের আসানসোল ( incomplete - TopicsExpress



          

স্বপ্নের আসানসোল ( incomplete ) পোস্টটা দেখা মাত্র লেখার ইচ্ছেটা চাগিয়ে উঠে ছিল। এখন প্রশ্নটা হল স্বপ্নটা কি ? বর্তমানে থেকে ভবিষ্যতকে কল্পনা করাটা নাকি বর্তমানে থেকে অতীতকে কল্পনা করাটা! দ্বিতীয়টা মনস্থির হওয়ায়, টুকরো টুকরো স্মৃতি একসাথে করে ভেবে দেখলাম যে সত্যিই আসানসোল তখনও স্বপ্নের ছিল। তখনও আসানসোল মিউনিসিপালিটি ছিল, গণেশ তখনও দুধ খায়নি,পূর্নগ্রাস সূর্যগ্রহণ, হেলবপ ধূমকেতু বা উল্কাবৃষ্টিরা দোমহানি রেলওয়ে কলোনির আকাশে আবির্ভূত হয়নি। টেলিভিশন থাকা কোয়ার্টারসবাসীকে সম্ভ্রমের চোখে দেখা হতো। টেলিভিশনের ভিতরে মোগলি-আঙ্কেল ক্রজের দাপাদাপি আর ক্লাসরুমের ভিতরে আমাদের। স্বপ্ন রঙ্গিন কিন্তু আমার স্বপ্নের প্রথম চরিত্র শম্ভুষাঁড় ছিল সাদাকালো। প্রকাণ্ড চেহারা এবং অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিক্ত ছিল শম্ভুষাঁড়ের। এতটাই শান্ত প্রকৃতির যে কখনও কখনও ২-৩ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও দোকানদার তার উপস্থিতি টের পেতেন না।বাচ্চাদের প্রতি অত্যন্ত স্নেহবৎসল ছিল শম্ভুষাঁড়, প্রমানস্বরূপ কলোনির বিভিন্ন এলাকার পরিচিত দৃশ্য ছিল শায়মান নিলির্প্ত শম্ভু ও তার অঙ্গপ্রত্যঙ্গ (কান, লেজ,শিং,গলকম্বল) নিয়ে ক্রীড়মান বাচ্চারা।শম্ভুকেও প্রয়োজনে মারমুখি হতে দেখেছি, সেটাও নিতান্তই এক অর্বাচীন নবাগত তরুণ ষাঁড়ের প্রতি। ডিসেম্বর মাসের এক রাত্রে প্রায় দুইঘণ্টা যুদ্ধের পর নবাগত তরুণ ষাঁড়টিকে কলোনির বর্ডার তখনকার নিউরোড(এখনকার NH2)পার করিয়ে রাজকীয় ভঙ্গীতে শম্ভুষাঁড়ের প্রত্যাবর্তন এখনও স্বপ্নেরই মতো। তখনকার আসানসোলের ফেরিওয়ালারা ছিল এক্কেবারে এখনকার অনলাইন বাজারের ওয়েবসাইটের মতো। মনের মতো জিনিষ নাও মনের মতো দাম দিয়ে, ঘরে বসেই। ইমীটেশনের গয়নার বাক্স, বিছানার চাদরের পোটলা, কাশ্মীরি উলওয়ালা, এলমুনিয়ামের বাসনের বোঝারাই ছিল মা-মাসীমাদের ডেইলিসোপ। হাতীওয়ালা, ঘোড়ানাচওয়ালা ছিল ANGRY BIRDS ও TEMPLE RUN এর সমতুল্য।আর ছিল কয়লাওয়ালারা। সাইকেলের দুপাশে কয়লার বস্তা ঝুলিয়ে, কয়লার কালো ধুলো গায়ে মেখে আসানসোল শহরে আসতো জ্বালানীর যোগান দিতে, অদ্ভুত ভঙ্গীতে সাইকেল ঠেলে (চালিয়ে নয়)। আমিও তখন সাইকেলের হাফপ্যাডেল চালক।আমার প্রধান আকর্ষন ছিল রাজু ও তার মাথায় করে বয়ে আনা বিসকুটের বাক্স। রাজু ছিল হিন্দিভাষী আর তার বিসকুটের বাক্সে ছিল একরাশ স্বাধীনতা। হ্যাঁ, আমার সমপূর্ন স্বাধীনতা ছিল ঔ বাক্স থেকে নিজের পছন্দের বস্তুটি বেছে নেওয়ার। আজ বোধহয় এই বিসকুটওয়ালারা আসানসোলে আর নেই বা তাঁদের প্রয়োজনটাই বোধহয় নেই। জানিনা যে স্বপ্ন নিয়ে ওরা ধাদকা কী রেলপাড়ের বেকারি থেকে মাথায় বিসকুট বোঝায় করে গোটা আসানসোল পায়ে হেটে ঘুরত, সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা। ----------- with regards
Posted on: Mon, 19 Jan 2015 09:53:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015