হাঁস যখন পানিতে ভাসে - TopicsExpress



          

হাঁস যখন পানিতে ভাসে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এটা বিরামহীন ভাবে তার পা নাড়িয়ে সাঁতার কেটে যাচ্ছে... এটা কেউ খেয়াল করে না... আমরা মানুষের বাহ্যিক দিক দেখে বিচার করতে চাই সে ভালো কি খারাপ... এটা অনেক বড় ভুল... ভালবাসা দেখানোর জিনিস নয়... ভালবাসা মনে লুকানো থাকে,আর আপনাকেই তা খুজে নিতে হবে... গাছে আগে কলি আসে, তারপর কলি ফুটে ফুল হয়... পারবেন নির্দিষ্ট সময়ের আগে কলিকে ফুলে পরিণত করতে?? পারবেন না... আমি তাকে ভালবাসি বললাম, সে ফিরিয়ে দিলো... সব শেষ হয়ে গেল?? অপেক্ষা করেন কলি ঠিক সময়েই ফুটবে... বিমান মাটিতে নিরাপদ... কিন্তু এটাকে কি মাটিতে রাখার জন্য করা হয়েছে?? জীবনে কিছু পেতে হলে ঝুকিনিতেই হবে... যদি আপনি ঝুকি না নেন, ঝুকিআপনাকে নিয়ে নেবে... cindrella এর গল্প মনে আছে?? মিষ্টি কুমড়া গাড়িতে পরিণত হয়?? জীর্ণ ময়লা পোশাক সুন্দর হয়ে যায়?? আবার রাত ১২ টার পর সব আগের মত হয়ে যায়?? কেন এমন করা হয়েছিল?? এরকম না হলেও তোপারতো?? রুপকথার গল্পই তো ছিল?? তবে কেন এমন হল?? এটা এই জন্যই করা হয়েছে, আমাদের বোঝানো হয়েছে স্বপ্নের ও সীমাবদ্ধতা আছে... জেসমিন কেন আলাদিনের প্রেমে পড়েছিল?? আমাদের বোঝাতে হৃদয় যা চায়, তা চায় ই... তা ভালো কিখারাপ কোন বিষয় ই না... hey, why u r crying?? get up !! মুছে ফেলুন চোখের পানি... যেটা নিজেকে পাবার যোগ্য বলে মনে করেন... সেটার জন্য যুদ্ধ করেন, অন্য কাউকে নিতে দেবেন না... its ur dream, u r the only owner ofit... just focus on it n start moving.... n grab ur dreams... ভালবাসা কেউ এসে দিয়ে যাবে না... আপনাকেই জিতে নিতে হবে... শেষ কথা এটাই বলবো... Goal post এ goal keeperথাকবেই তার মানে এই না আপনি goal দিতে পারবেন না...
Posted on: Fri, 13 Sep 2013 16:25:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015