হিজড়াদের নিয়ে বিপাকে - TopicsExpress



          

হিজড়াদের নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ ও আদালত । বৃহস্পতিবার বিকেল থেকেই ১৮ হিজড়াকে নিয়ে বিপাকে রয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার তাদেরকে এক চাঁদাবাজি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মিরপুরের সেনপাড়া পার্বতায় অবস্থিত বেসিক শার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর ওই মামলাটি দায়ের করেন। ইংরেজি দৈনিক নিউ এজ-এর অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, কারা কর্তৃপক্ষ শাড়ি পরা ওই হিজড়াদের প্রথমে নারী হিসেবে গণ্য করে। কিন্তু পরক্ষণেই তাদেরকে কেন্দ্রীয় কারাগারের নারী সেলে রাখা হবে কিনা এ নিয়ে দ্বিধায় পড়ে যায় তারা। সর্বশেষে তাদেরকে কামিশপুর কারাগারে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। সেখানে তাদেরকে নারী সেলের কাছেই ভিন্ন কয়েকটি সেলে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘তাদেরকে কোথায় রাখা হবে তা নিয়ে আমরা দ্বিধায় ভুগতে থাকি। কারণ আমরা নিশ্চিত হতে পারছিলামনা তারা সত্যিই হিজড়া কি না। তিনি বলেন, ‘তাদের মধ্যে নারী পোশাক পরিহিত অনেকেই ছিল পুরুষের মতো। যদি আমরা তাদেরকে নারীদের সেলে রাখতাম তাহলে তারা অন্যদের যৌন হয়রানি করার আশঙ্কা ছিল।’ বৃহস্পতিবার রাতে ওই হিজড়াদের কাশিমপুর কারাগারে নারী ওয়ার্ড থেকে ভিন্ন ছয়টি ক্ষুদ্র সেলে রাখা হয়। এ সময় তারা ব্যাপক হৈ-হল্লা করতে থাকে। তবে তাদের খাবার এবং থাকার জায়গা নিশ্চিত করার পর তারা শান্ত হয়ে আসে। ঢাকার সিএমএম আদালতও তাদের নিয়ে একই রকম বিপাকে পড়ে। আদালতে গিয়ে তারা জামিনের জন্য চিৎকার চেচামেচি করতে থাকে এবং কর্কশ অঙ্গভঙ্গি এবং বিস্ময় প্রকাশ করে বিচিত্র অঙ্গভঙ্গি করতে থাকে। এর আগে প্রিজন ভ্যান থেকে নেমে আদালতের সামনে নাচানাচি এবং গান শুরু করে। উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে চাঁদা তুলতে গেলে বেসিক শার্ট লিমিটেডের নারী শ্রমিকরা তাদেরকে ঘিরে ধরে পুলিশে খবর দিলে মিরপুর থানার নারী পুলিশ সদস্যরা গিয়ে তাদের গ্রেপ্তার করে। এক প্রত্যক্ষদর্শীর তথ্যানুযায়ী পুলিশি হেফাজতে আটককৃত হিজড়াদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে তাঁতীবাজার এলাকার এক হিজড়া বলেন, ‘কোন কাজ করার সুযোগ না পেলে আমরা খাবো কী করে?’
Posted on: Fri, 26 Jul 2013 15:53:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015