হে তাবলিগী গং পারলে দলীল - TopicsExpress



          

হে তাবলিগী গং পারলে দলীল দাও, নইলে তওবা করে ফিরে এসো- (১) তোমরা বলো ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরুনে ছালাছায় ছিলো না, তাই এটা বিদয়াত। নাউযুবিল্লাহ। - এখন আমার প্রশ্ন তোমরা যে প্রতি বছর বিশ্ব ইছতেমা কর এটা কুরুনে ছালাছায় হতো তার একটা প্রমান দাও। যদি না হয় তাহলে তোমাদের ফর্মূলা অনুযায়ী এটা বিদয়াত। তাহলে এই বিদয়াত কাজ তোমরা কেন কর ? (২) তোমরা বলো কোন ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহু ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেন নাই, তাই এটা পালন করা যাবে না। - আমার প্রশ্ন হলো, কোন ছাহাবী প্রতি বছর বিশ্ব ইছতেমার আয়োজন করছে তার প্রমান দাও। যদি দিতে না পারো তবে এই নব্য আবিস্কৃত কাজ কেন কর? (৩) তোমরা বলো নির্দিষ্ট দিন ঠিক করে (১২ ই রবিউল আউয়াল শরীফ) অনুষ্ঠান করা নাজায়িয। নাউযুবিল্লাহ। - আমার প্রশ্ন তাহলে তোমরা যে নির্দিষ্ট দিন ঠিক করে তুরাগ নদীর পাড়ে ইজতেমা কর এটা কোন দলীলে যায়িজ হলো ? যদি উত্তর দিতে না পারো তবে এখনি তওবা কর। এবং টঙ্গির তুরাগ নদীর পানিকে নাপাক করা থেকে বিরত থাকো।
Posted on: Wed, 10 Dec 2014 18:06:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015