হেনরি লুই ভিভিয়ান - TopicsExpress



          

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মর্মর মূর্তি জন্ম ১৮ এপ্রিল, ১৮০৯ মৃত্যু ২৬ ডিসেম্বর, ১৮৩১ যে জন্য পরিচিত কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (জন্ম: ১৮ এপ্রিল, ১৮০৯ – মৃত্যু: ২৬ ডিসেম্বর, ১৮৩১)একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদও শিক্ষক। তরুণ হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তাঁর পাঠদানের পদ্ধতি ছিল তাঁর ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতামুক্ত। প্রকৃতপক্ষে, শিক্ষক হিসেবে তাঁর কর্মকাণ্ড শ্রেণীকক্ষে সীমাবদ্ধ ছিল না। ছাত্রদের আগ্রহ সৃষ্টিকারী যে-কোনো বিষয়ে তিনি তাঁর ছাত্রদের সঙ্গে কলেজ প্রাঙ্গণের বাইরেও, প্রায়ই তাঁর নিজের বাসায়, আলোচনা করতে সদা-ইচ্ছুক ছিলেন। বাস্তবে, তাঁর আলোচনার বিষয়বস্তুর পরিসীমা ছিল বহুবিস্তৃত - সাহিত্য, ইতিহাস, দর্শনএবং বিজ্ঞান। পরিচ্ছেদসমূহ [আড়ালে রাখো] • ১ প্রাথমিক জীবন • ২ ইয়ং বেঙ্গল ও হিন্দু কলেজ • ৩ প্রভাব • ৪ বহিস্কার ও মৃত্যু • ৫ আরও দেখুন • ৬ তথ্যসূত্র • ৭ আরও দেখুন • ৮ বহিঃসংযোগ প্রাথমিক জীবন[সম্পাদনা] ইয়ং বেঙ্গল ও হিন্দু কলেজ[সম্পাদনা] অল্পদিনের মধ্যেই তিনি ছাত্রদের মধ্যে এত উৎসাহের সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন যে, তাঁর সহায়তায় ১৮২৮ সালে তারা ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামে তাদের নিজস্ব একটি সাহিত্য ও বিতর্ক সংঘ প্রতিষ্ঠা করে। এ সংঘ শ্রেণীকক্ষের বাধানিষেধের বাইরে ডিরোজিওর পরিচালনায় তরুণদের মনোযোগ আকর্ষণকারী বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে আলোচনা করার একটি সাধারণ মিলনস্থানের সংস্থান করে। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ছিল এক সফল উদ্যোগ এবং মানিকটোলার এক বাগান বাড়িতে এর পাক্ষিক সভাগুলি অনুষ্ঠিত হতো। এ সব সভায় বহু ছাত্র এবং কিছু উদারমনা ও জনহিতৈষী ইউরোপীয় ব্যক্তি যোগ দিতেন। এর সাফল্য ছাত্রদের কলকাতার বিভিন্ন এলাকায় একই ধরনের সংঘ প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছিল। ডিরোজিও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেও সদস্য হিসেবে অন্য সংঘগুলির অধিকাংশের সঙ্গেই জড়িত ছিলেন এবং সেগুলির কর্মকাণ্ডে সক্রিয়ভাবে আগ্রহী ছিলেন। ডিরোজিওর শিক্ষাবলি ছাত্রদের মধ্যে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্ম দেয় এবং তারা বিদ্যমান অবস্থা সম্পর্কে সন্দেহ ও অসন্তোষ প্রকাশ করতে শুরু করে। ডেভিড হিউম ও জেরেমি বেনথামেরযুক্তিবাদী দর্শন ও টমাস পেইনের মতো প্রগতিবাদী চিন্তাবিদদের প্রভাবে তারা সবকিছুই যুক্তির মাপকাঠিতে বিচার করতে শুরু করে। ধর্মের প্রতি তাদের মনোভাব ছিল ভল্টেয়ারের মতো। হিন্দু ধর্মকে খোলাখুলিভাবে নিন্দা করতেও তারা ইতস্তত করে নি। ডিরোজিওর শিক্ষাবলি হিন্দু সমাজে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছিল। ডিরোজিওর বিরুদ্ধে গোঁড়া হিন্দু পরিবার থেকে আগত ছাত্রদের অধিকাংশের মধ্যে ধর্ম বিষয়ে প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস সৃষ্টির অভিযোগ করা হয়। ব্যাপারটা রাধাকান্ত দেব এর (১৭৮৪-১৮৬৭) নেতৃত্বে রক্ষণশীল হিন্দুদের কর্তৃত্ত্বাধীন হিন্দু কলেজের ব্যবস্থাপনা পরিষদের নজরে আনা হয়। ১৮৩১ সালের এপ্রিল মাসে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বরখাস্ত করা হয়। তার পদচ্যুতি অবশ্য প্রগতিবাদী আন্দোলনকে দমন করতে পারেনি। প্রকৃতপক্ষে ডিরোজিও এ ঘটনার পর নিজের মতামত প্রকাশে আগের চেয়ে বেশি স্বাধীন হয়ে পড়েন। তিনি তাঁর ছাত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। ইউরেশীয় সম্প্রদায়ের কল্যাণ সাধনের কাজেও ডিরোজিও সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ‘দি ইস্ট ইন্ডিয়ান’ নামে একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র সম্পাদনা করতে শুরু করেন। সে সময় তিনি তার কিছু তরুণ হিন্দু শিষ্যকে সাংবাদিকতা পেশা গ্রহণে এবং এ গুরুত্বপূর্ণ মাধ্যম ব্যবহার করে তাদের প্রগতিবাদী ধারণাগুলি প্রচার করতে উৎসাহিত করেন। এভাবে ১৮৩১সালের মে মাসে কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় ‘দি ইনকোয়ারার’ নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এবং পরের মাসেদক্ষিণারঞ্জণ মুখোপাধ্যায় ও রসিককৃষ্ণ মল্লিক ‘জ্ঞানাম্বেষণ’ নামে বাংলায় (পরে ইংরেজিতেও) একটি সংবাদপত্র প্রকাশ করতে শুরু করেন। দৃশ্যত ডিরোজিওর নির্দেশনায় এসব পত্রিকার মাধ্যমে তরুণ প্রগতিবাদীরা হিন্দু রক্ষণশীলতার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালায়। প্রভাব[সম্পাদনা] বহিস্কার ও মৃত্যু[সম্পাদনা] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি সমাজ সংস্কার বিষয়ে প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে ডিরোজিওকে অপসারণ করার প্রস্তাব রাখা হয়। এই প্রস্তাব ৬-১ ভোটে অনুমোদিত হয়। বহিস্কৃত হবার পরে ডিরোজিও অর্থকষ্টে পড়েন। ১৮৩১ সালের ২৩শে ডিসেম্বর তিনি কলেরায় মারা যান। গীর্জা ও খ্রিস্টধর্ম সম্পর্কে তাঁর অভিমতের কারণে পার্ক স্ট্রিটের গোরস্থানে তাঁকে সমাহিত করতে বাঁধা দেয়া হয়। গোরস্থানের ঠিক বাইরে তাঁকে সমাহিত করা হয়।১৮৩১ সালের ডিসেম্বর মাসে ডিরোজিওর আকস্মিক মৃত্যু প্রগতিবাদীদের উদ্দেশ্য সাধনের পথে গুরুতর আঘাত হানে। তবুও এ অসামান্য শিক্ষক তাঁর তরুণ হিন্দু ছাত্রদের মনে সংস্কারমুক্তির যে চেতনা উদ্দীপ্ত করেছিলেন তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল এবং বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সামাজিক দৃষ্টিভঙ্গির উপর স্থায়ী প্রভাব ফেলেছিল। আরও দেখুন[সম্পাদনা] • ইয়ং বেঙ্গল তথ্যসূত্র Henry Louis Vivian Derozio From Wikipedia, the free encyclopedia Henry Louis Vivian Derozio Bust of Derozio at the Esplanade Born 18 April 1809 Kolkata, West Bengal, India Died 26 December 1831 (aged 22) South Park Street Cemetery,Mother Teresa Sarani, Kolkata, India Occupation Teacher and poet Nationality Indian Ethnicity Anglo-Indian Genre academic, educator Literary movement Bengal Renaissance Notable works To India - My Native Land Young Bengal Founder Henry Louis Vivian Derozio ________________________________________ Derozians Dakshinaranjan MukherjeeHara Chandra GhoshKrishna Mohan Banerjee Peary Chand Mitra Radhanath SikdarRamgopal Ghosh Ramtanu Lahiri Rasik Krishna MallickSib Chandra Deb • V • T • E Henry Louis Vivian Derozio (18 April 1809 – 26 December 1831) was an Indian poet and assistant headmaster of Hindu College, Kolkata, a radical thinker and one of the first Indian educators to disseminate Western learning and science among the young men of Bengal. Long after Derozios death (of cholera), his influence lived on among his former students, who came to be known as Young Bengal and many of whom became prominent in social reform, law, and journalism. Contents [hide] • 1 Early life • 2 Hindu College and Social backlash • 3 Literary works • 4 Influence • 5 See also • 6 References • 7 External links Early life[edit] Henry Louis Vivian Derozio was born on 18 April 1809 at Entally-Padmapukur in Kolkata. His father Francis Derozio was a well-respected man in Anglo-Indian community.[1] He attended David Drummonds Dhurramtallah Academy school, where he was a pupil from the age of eight to fourteen.[1] He quit school at the age of 14 and initially joined his fathers concern atKolkata and later shifted to Bhagalpur. Inspired by the scenic beauty of the banks of the River Ganges, he started writing poetry. This was the time when Hindu society in Bengal was undergoing considerable turmoil. In 1828, Raja Ram Mohan Roy established theBrahmo Samaj, which kept Hindu ideals but denied idolatry. This resulted in a backlash within orthodox Hindu society. It is in the perspective of these changes that Derozio was appointed at Hindu college, where he helped released the ideas for social change already in the air. At 17 years of age,he was considered a great scholar and a thinker. Within a short period of time, he drew around him a group of intelligent boys in college. He constantly encouraged them to think freely, to question and not to accept anything blindly. His teachings inspired the development of the spirit of liberty, equality and freedom. His activities brought about intellectual revolution in Bengal. It was called the Young Bengal Movement and his students, also known as Derozians, were fiery patriots. Hindu College and Social backlash[edit] In May 1826, at the age of 17, he was appointed teacher in English literature and history at the new Hindu College, Derozios intense zeal for teaching and his interactions with students created a sensation at Hindu College. His students came to be known as Derozians. He organised debates where ideas and social norms were freely debated. In 1828, he motivated them to form a literary and debating club called the Academic Association. Literary works[edit] Derozio was generally considered an Anglo-Indian, being of mixed Portuguese descent, but he was fired by a patriotic spirit for his native Bengal, and considered himself Indian. Derozio was perhaps the first nationalist poet of Modern India . In his poem To India - My Native Land he wrote: “ My Country! In the days of Glory Past A beauteous halo circled round thy brow And worshiped as deity thou wast, Where is that Glory, where is that reverence now? Thy eagle pinion is chained down at last, And grovelling in the lowly dust art thou, Thy minstrel hath no wreath to weave for thee, save the sad story of thy misery ” Derozio wrote many wonderful poems in English before his untimely death of which The Fakir of Janghira was one of the most important.[2] His poems are regarded as an important landmark in the history of patriotic poetry in India.[3] Influence[edit] His ideas had a profound influence on the social movement that came to be known as the Bengal Renaissance in early 19th century Bengal. And despite being viewed as something of an iconoclast by others like Alexander Duff and other (largely evangelical) Christian Missionaries; later in Duffs Assemblys Institution, Derozios ideas on the acceptance of the rational spirit were accepted partly as long as they were not in conflict with basic tenets of Christianity, and as long as they critiqued orthodox Hinduism. Derozio was an atheist[4] but his ideas are generally believed to be partly responsible for the conversion of upper caste Hindus like Krishna Mohan Banerjee and Lal Behari Dey to Christianity. Sameran Roy, however, states that only three Hindu pupils among his first group of students became Christians, and asserts that Derozio had no role to play in their change of faith.[5] He points out that Derozio dismissal was sought by both Hindus such as Ramkamal Sen, as well as Christians such as H. H. Wilson.[5] Many other students like Tarachand Chakraborti became leaders in the Brahmo Samaj.[6] A commemorative postage stamp on him was issued on 15-December-2009.[7] See also[edit] Poetry portal • Young Bengal • To India - My Native Land • Royal India References[edit] 1. ^ Jump up to:a b Bhattacharya Supriya (1 September 2009). Impressions 8, 2/E. Pearson Education India. pp. 1–. ISBN 978-81-317-2777-5. Retrieved 22 June 2012. 2. Jump up^ M. B. Chande (1 January 2000). Indian Philosophy in Modern Times. Atlantic Publishers & Dist. p. 245. ISBN 978-81-7156-896-3. Retrieved 22 June 2012. 3. Jump up^ M.K. Naik (1984). Perspectives on Indian Poetry in English. Abhinav Publications. pp. 1–. ISBN 978-0-391-03286-6. Retrieved 22 June 2012. 4. Jump up^ [1] Hindu-School, Kolkata Hindu School, Derozio 5. ^ Jump up to:a b The Bengalees: glimpses of history and culture (1999), Samaren Roy, Allied Publishers, ISBN 978-81-7023-981-9, p=119 6. Jump up^ Derozio and the Hindu College 7. Jump up^ Stamps – 2009. Department of Posts, Government of India. Retrieved 2 August 2013. External links[edit] Wikimedia Commons has media related to Henry Louis Vivian Derozio. • Derozio Commemoration Committee • Derozio section • Old Poetry • Poetry of Derozio [show] • V • T • E Bengal Renaissance Authority control • VIAF: 20480707 • BNF: cb15855170x (data) Categories: • 1809 births • 1831 deaths • Presidency University, Kolkata alumni • People from Kolkata • People from Bhagalpur • Anglo-Indian people • Indian people of Portuguese descent • Indian poets • Deaths from cholera • People associated with the Bengal Renaissance • Infectious disease deaths in India • English-language poets from India • Young Bengal
Posted on: Thu, 25 Dec 2014 17:38:25 +0000

Trending Topics



in-height:30px;"> Yamaha R1 4xv high mileage bike, but dont be put off by the
I think Vacation Bible School is one of the best things for
Sylvania H13 SilverStar zXe High Performance Headlight Bulbs -

Recently Viewed Topics




© 2015