হিন্দু ধর্ম বলে ঈশ্বর - TopicsExpress



          

হিন্দু ধর্ম বলে ঈশ্বর একজনঃ হিন্দু ধর্ম বলে ঈশ্বর একজনঃ হিন্দুরা যে গ্রন্থটি সবচেয়ে বেশি পড়ে তা হলো গীতা। তবে তাদের সবচেয়ে পবিত্র ধর্ম গ্রন্থ হচ্ছে বেদ। কোন বিষয় নিয়ে যাদি কোন মতভেদ তৈরি হয় তবে হিন্দুরা বেদ কে প্রাধান্য দেয়। হিন্দু ধর্মে ঈশ্বর ........................................................................................ হিন্দুদের মধ্যে ঈশ্বর কত জন তা নিয়ে মত ভেদ আছে। কেউ বলে ৩, কেউ বলে ৩০ আবার কেউ বলে ৩৩ কোটি। আসুন দেখি হিন্দু ধর্মগুলো ঈশ্বরের সংখ্যা নিয়ে কি বলে : ভগবত গীতাঃ সে তত্ত্বদর্শী মহাত্মা বা পরমাত্মাই সব কিছু - এরূপ লোকে জানতে পারে না। কারন ভোগের কামনা দ্বারা তাদের মন অভিভূত হয়েছে। সেজন্য তারা স্বীয় প্রকৃতি অর্থাৎ জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারের স্বভাবের দ্বারা প্রেরিত হয়ে আমি পরমাত্মা থেকে ভিন্ন অন্য দেবতাগনের এবং তাদের প্রচলিত নিয়ামের আশ্রয় নেয়। [Bhagavad Gita 7:20] Those whose intelligence has been stolen by material desires surrende unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures. [Bhagavad Gita 7:20] ঊপনিষাদঃ 1. Ekam evadvitiyam He is One only without a second. ঈশ্বর এক এবং অদ্বিতীয়। [Chandogya Upanishad 6:2:1] ২. Na tasya pratima asti There is no likeness of Him. তার (গড) কোন প্রতিমা বা ছবি নেই [Svetasvatara Upanishad 4:19] বেদঃ 1. na tasya pratima asti There is no image of Him. তার (গড) কোন ছবি না প্রতিমা নেই [Yajurveda 32:3] ২. Andhatama pravishanti ye asambhuti mupaste They enter darkness, those who worship the natural elements (Air, Water, Fire, etc.). They sink deeper in darkness, those who worship sambhuti. >>যারা প্রাকৃতিক বস্তুর (Asambhûtis বাতাস, পানি, আগুন ইত্যাদি) পূজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে [Yajurveda 40:9] The Brahma Sutra of Hinduism is: Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan There is only one God, not the second; not at all, not at all, not in the least bit. >> ঈশ্বর এক এবং একজন, দ্বিতীয় কেউ নেই, আদৌ নেই, নূন্যতমও কেউ নেই পরিষ্কার বুঝাই যাচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ মতে ঈশ্বর এক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বেশির ভাগ হিন্দু কেন প্রতিমা পূজা করে?? যা কিনা তাদের গ্রন্থ অনুসারে মহাপাপ।
Posted on: Sat, 02 Nov 2013 21:46:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015