(হেফাজতে ইসলাম এবং ডঃ - TopicsExpress



          

(হেফাজতে ইসলাম এবং ডঃ জাফর ইকবাল) )_______________ড. জাফর ইকবাল ইনিয়ে-বিনিয়ে সেদিন তার একটি লেখায় বলতে চেয়েছেন, হেফাজতের সমাবেশে রাতের আঁধারে কোনো গণহত্যা হয়নি!!( জনাব ,জাফর ইকবাল সাহেব, আপনি আজকে এই কথা বলে পার পেয়ে গেলেন কারন আমাদের মুসলিম ভাইয়ারা এখনো জাগেনি , তারা এখনো গোনাহ ছাড়েননি , এখন ইসলামের বিজয়ের শপথ নেন নি ; যেদিন এ দেশের ইমানদার সাহসি তরুণরা জেগে উঠবে সেদিন আপনি এবং আপনার মত যারা আছে তারা পালিয়ে যেতে পারবেনা। ____________________________ জাফর ইকবাল সাহেবদের জানা উচিত, ৫ মে মতিঝিলে যারা এসেছিল তারা বাংলাদেশেরই নাগরিক। তারা এদেশের মাটি ও মানুষের অংশ। শাহবাগে জড়ো হওয়া মানুষরা যেমন এদেশের জনতার অংশ, মতিঝিলে জড়ো হওয়া মানুষরাও জনতার অংশ। বরং শাহবাগে তাদের প্রভুদের টাকায় বিরিয়ানি খাইয়ে, নারী-পুরুষের একসঙ্গে আনন্দ-ফুর্তি করার সুযোগ করে দিয়ে জড়ো করা হয়েছিল। আর মতিঝিলে যারা এসেছিল, তারা স্বতঃস্ফূর্ত এসেছে। সুতরাং মতিঝিলে গণহত্যার বিচার একদিন হবে। প্রকৃত নিহতের সংখ্যা বের হবে এবং জড়িতদের শাস্তি হবে। একদিন এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে। জাফর ইকবালদের মুক্তচিন্তার বাইরে যারা থাকবেন, তাদের গণহত্যা করা কোনো অপরাধ নয়। কারণ তারা তো আর মুক্ত চিন্তার মানুষ নয়, তারা হলো অমানুষ। তার চিন্তা-চেতনা ধারণ করে যারা কথা বলবেন, শুধু সেটাই বাকস্বাধীনতা। আর তাদের চিন্তা-চেতনার বাইরে হলে সেটা বাকস্বাধীনতার আওতায় পড়ে না। সে পর্যন্ত জাফর ইকবালরা বেঁচে থাকুক, সেটাই প্রত্যাশা ।
Posted on: Tue, 03 Dec 2013 15:37:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015