"হেফাজতে ইসলামীর আলেমদের - TopicsExpress



          

"হেফাজতে ইসলামীর আলেমদের হাতে কোন অস্ত্র ছিলো না। তাঁদের হাতে ছিলো তসবিহ ও জায়নামাজ। তারা পবিত্র ইসলাম ও মহানবী (সঃ) এর অবমাননাকারীদের বিচারের দাবী নিয়ে ঢাকা এসেছিলো। কিন্তু সরকার রাতের আঁধারে সকল বাতি নিভিয়ে রাস্তা বন্ধ করে নির্বিচারে তাদের ওপর গণহত্যা চালিয়েছে। তারা এখন সেই আলেমদেকে সন্ত্রাসী হিসেবে প্রচার করছে; নিজেরা পবিত্র কোরান পুড়িয়ে তার দায় সেই আলেমদের ওপর চাপাচ্ছে। আলেমদের ওপর চালানো এই হত্যাযজ্ঞের অবশ্যই যথাযথ বিচার করা হবে।"
Posted on: Sat, 05 Oct 2013 14:44:05 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
Facebook - 3 Idiots Style: Rancho: *Smiling* Teacher: Aap

Recently Viewed Topics




© 2015