হে বিজিবির জওয়ানরা , এখন - TopicsExpress



          

হে বিজিবির জওয়ানরা , এখন কোথায় পালালো তোদের বাহাদুরি ? সেদিনতো শাপলাচত্বরে ঘুমন্ত তৌহিদী জনতার উপর হামলা করে বড্ড বাহাদুরি দেখাইলে !! নিরীহ নিরস্ত্র দেশপ্রেমিক জনতার উপর তাণ্ডব চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করলে !!! কিন্তু পারলে না ফেলানীকে বাচাতে !!! ভাবছিলাম অন্তত তোরা নিজেদেরকে বাচাতে পারবে , কিন্তু না , আমাদের সে ধারণাও অসত্য প্রমাণিত হলো !! আজ তোমরা বাসর সজ্জিত বধুর মতো নিজেদেরকে দাদাদের হাতে তুলে দিলে । যে জনগণের পয়সায় তোদের বুটের ফিতা থেকে শুরু করে ঘরের চাউল পর্যন্ত কেনা হয় , সে জনগণকেই তোমরা শত্রু বানালে । জনগণ তোদেরকে পয়সা দেয় , দেশকে শত্রুদের থেকে মুক্ত রাখতে । কিন্তু তোমরা দেশকে শত্রু থেকে মুক্ত রাখাতো দুরের কথা , বরং তোমরা দেশপ্রেমিক জনগণকেই শত্রু বানালে । এখনো যদি তোদের বোধ জাগ্রত না হয় , তাহলে দেখবে একদিন এই জনগণই দেশ রক্ষায় অস্ত্র হাতে নিবে । বিশ্বাস হচ্ছে না ? তাহলে একটি বার বিশ্বের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে দেখো …! -হানীন ইলদারম
Posted on: Tue, 24 Sep 2013 14:18:16 +0000

Recently Viewed Topics




© 2015