হারামজাদি পুলিশি বন্দুক - TopicsExpress



          

হারামজাদি পুলিশি বন্দুক দিয়ে যে কয়টা খুন করিয়েছে তার প্রত্যেকটার পেছনে প্রথম আলোর মতির কমপ্লিসিটি আছে। সেই ৫ ই মে রাত থেকে। প্রতিটা খুনকে সে তার পত্রিকা দিয়ে মানুষের কাছে জাস্টিফাই করার চেষ্টা করে গেছে। প্রতিটা বাস পোড়ানোর ঘটনার পেছনে আওয়ামী লীগ - এটা সে জানে। কিন্তু সে আড়াল করে গেছে। হাসিনার আমি শ্যাখের বেটি হ্যাডমগিরি ফুটবলের মত লাথি মারতে হবে , একে প্রতিটা সরকারি গুলির খুনের জন্য প্রচলিত আইনে বিচারের সামনে দাড় করাতে হবে , সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে বিডিয়ার হত্যাকান্ডের জন্য। এর সংগে প্রথম আলোর মতিকেও ধরতে হবে - প্রতিটা সরকারি গুলি দিয়ে করা খুন , প্রতিটা বাস পোড়ানো ঘটনার মূল অপরাধী জেনেও সত্য আড়াল করার জন্য। এদের কাছে বন্দুকের গুলি ছাড়া আর কিছু নাই। আর কিছুই নাই। নাথিং এলস। সময় ঘনায়া আসবে। বিচার ছাড়া এদেরকে ছাড়া হবেনা। //দাসত্বের লেখালেখি
Posted on: Wed, 04 Dec 2013 16:35:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015