হায় হায় আমি এ কি দেখিলাম! - TopicsExpress



          

হায় হায় আমি এ কি দেখিলাম! পাঁচ বছর ধইরা ফেইসবুকে পইড়া থাইকাও আমার লাইক সংখ্যা দুই হাজারে পৌছল না আর একটি কুত্তার বাচ্চার পেজের লাইক সংখ্যা ৭৩ লক্ষ ১৬ হাজার ৫৮০‍। ইহাও সম্ভব! আমার ফেইসবুকীয় জীবনটাকে বড়ই অনর্থক মনে হইতেছে। ইচ্ছে করতেছে ঐশীর মতো একটা মারদাঙ্গা টাইপের সুইসাইডাল নোট লেইখা ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট কইরা দেই। একটু খেয়াল কইরা দেখি সেই কুত্তার বাচ্চার নামের পাশে আকাশী রঙের একটি ছোট্ট গোল্লা আছে যার ভেতর একটি টিক চিহ্নের মতো কী দেখা যায়। আবার উহার উপর মাউস রাখলে লেখা দেখায় ভেরিফাইড পেজ। আজকের প্রথম আলোতে লেখা বাইরাইছে আমাদের জয় বাবার পেজটা নাকি ফেইসবুক কর্তৃক ভেরিফাইড হইছে যার ফলে বাংলাদেশ ডিজিটালাইজেশনের পথে অনেকখানি আগায়া গেছে। তো এখন দেখা যাইতেছে ডিজিটালাইজেশনের জন্য জয়ের দরকার নাই, ওই কুত্তার বাচ্চাটা জয়ের চাইতে অনেক ভালোভাবে বাংলাদেশকে ডিজিটালাইজড করতে পারবে। জাতির বিবেকের কাছে তাই একটি বিশেষ প্রস্তাব রাখতে চাই। জয়কে আমেরিকায় রাইখা জয়ের পরিবর্তে ওই কুত্তার বাচ্চাটাকে বাংলাদেশে আমদানি করা হোক। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য ইহার চাইতে উত্তম কোন তরিকা আর কেউ দিতে পারবে না। (কুত্তার বাচ্চাটার পেজের সন্ধান যারা এখনও জানেন না, তারা প্রথম কমেন্টে চোখ রাখুন।)
Posted on: Wed, 21 Aug 2013 12:04:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015