হায়রে রাজনীতি ৪ তারিখে - TopicsExpress



          

হায়রে রাজনীতি ৪ তারিখে থেকে JSC এক্সাম...আর আমাদের রাজনৈতিক দল হরতাল দিয়া বেরায়... নিজেরা তো মূর্খ...অন্যদেরও শিক্ষিত হইতে দিতে চায় না...এরা আবার রাজনীতি করে ক্যামনে? আবার হরতাল শেষে বুক ফুলায় বলে জনগণ আমাদের হরতালকে পূর্ণ সমর্থন করেছে আমরাও জনগণরে ভাই...ভোট আবার এদের দিবো!এই দুই দলের এক দলও হরতাল ব্যান করে না...কারন দুই দলেরই হরতাল প্রয়োজন!
Posted on: Sat, 02 Nov 2013 06:13:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015