হকিংকেও ছাড়িয়ে গেছে যে - TopicsExpress



          

হকিংকেও ছাড়িয়ে গেছে যে বইটি - জিরো টু ইনফিনিটি অনেকদিন পর একখানা পুরোদস্তুর বিজ্ঞানের বই আপাদমস্তক পড়ে উঠলাম। বইটি শন ক্যারলের ‘ফ্রম এটার্নিটি টু হিয়ার’ From Eternity to Here: The Quest for the Ultimate Theory of Time ভদ্রলোক এতো সুন্দর ও সাবলীল লেখেন যে কোথাও বাধা ঠেকে না, এক লহমায় পড়া হয়ে যায়। বইটার টান এমনই যে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় শেষ করা যায় পাঠ। বইটার মূল বিষয়বস্তু সময়ের তীর, বা অ্যা্রো অফ টাইম। সময় কেন শুধু অতীত থেকে ভবিষ্যতের দিকে ধাবিত হয়? কেন ভাঙ্গা ডিম কখনো জোড়া লাগে না? দৈনন্দিন জীবনের ঘটনাক্রমে কেন বিশৃংখলা কেবলই বাড়ে? থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র নিয়েই শুধু বইটি থেমে থাকেনি, এখানে আপেক্ষিকতার তত্ত্ব, মহাবিশ্বের সৃষ্টি-স্থিতি-লয়, কোয়ান্টাম ধানাই-পানাই, স্ট্রিং-তত্ত্বের মামদোবাজি – সবই এসেছে মাত্রা অনুযায়ী। বিস্তারিতঃ bn.zero2inf/article/1074/from-eternity-to-here-the-quest-for-the-ultimate-theory-of-time
Posted on: Thu, 12 Sep 2013 16:50:01 +0000

Trending Topics




© 2015