হর্ন না বাজিয়ে গাড়ি - TopicsExpress



          

হর্ন না বাজিয়ে গাড়ি চালানোটা একটা শিল্প। এটা সবাই পারে না। পারলে হর্ন না বাজিয়ে গাড়ি চালিয়ে দেখান!!!!!!! আমি গত ২ জুলাই থেকে ২০ দিন ধরে হর্ন না বাজিয়ে মটরসাইকেল চালাচ্ছি... কোনো সমস্যা হয় না। গাড়ি নিয়ে রাস্তায় নেমে হর্ন বাজানোটা আসলেই মানসিক সমস্যা। ৯৮ শতাংশ ক্ষেত্রেই কোনো প্রয়োজন হয় না.... হর্ন না বাজানোর কারণে আমি এখন আরও বেশি দায়িত্ব নিয়ে মটরসাইকেল চালাই... Simu Naser তার স্ট্যাটাসে লিখেছেন: "আমি গত আড়াই বছরে কোন হর্ণ বাজাই নাই। গাড়িতেও না মটর সাইকেলেও না। কেন? কারনটা খুব সিম্পল। বাইকের হর্ণটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার বিখ্যাত আলসেমির কারনে হর্ণ ছাড়াই ছয় মাস বাইক চালানোর পর দেখলাম ঢাকা শহরে বাইক চালাতে হর্ণ লাগে না। লাগে শুধু একটু সতর্কতা। তো কি দরকার হর্ণ ঠিক করার। তাই হর্ণের বদলে সেই সতর্কতাকে পুজি করে গত আড়াই বছরে বাইক আর গাড়ি মিলিয়ে চালিয়েছি প্রায় ৩২,০০০ কিলোমিটার। এর ভেতর বড়-ছোট কোন অ্যাকসিডেন্ট তো দূরের কথা কারও গায়ে ফুলের টোকাও দেই নি।" রাস্তায় মটরসাইকেল হর্ন না বাজিয়ে চালানোর জন্য Simu Naserকে অভিনন্দন। আসলে রাস্তায় গাড়ি চালানোর সময় যে এটা কতো বড় অসভ্যতা, সেটা আমরা অসভ্য বলে বুঝিতে পারি না। ইউরোপে, আমেরিকায় রাস্তায় গাড়ির হর্ণ বাজানো মানে যাকে উদ্দেশ্য করে হর্ন দেয়া হলো, তাকে গালি দেয়া বা অপমান করা। আমরা এটা প্রতি মিনিটে প্রায় ১০বার করি, ১০ বার হর্ন বাজাই, কারণ আমরা অসভ্য। আবারও বলছি, হর্ন না বাজিয়ে গাড়ি চালানোটা একটা শিল্প। এটা সবাই পারে না। পারলে হর্ন না বাজিয়ে গাড়ি চালিয়ে দেখান!!!!!!!
Posted on: Sun, 21 Jul 2013 12:41:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015