হুনির্বাচনি অংশ ১। - TopicsExpress



          

হুনির্বাচনি অংশ ১। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী হয়েছিল? ক. ৩০০ বছর খ. ২০০ বছর গ. ১০০ বছর ঘ. ৫০ বছর ২। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়— ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে গ. ১৮৫৮ সালে ঘ. ১৯৫৭ সালে ৩। কংগ্রেস ও মুসলিম লীগ কোন ধরনের রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল? ক. বৈষম্যমূলক খ. উদারপন্থী গ. সাম্প্রদায়িক ঘ. অসাম্প্রদায়িক ৪। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি? ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধ চুক্তি ৫। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন? ক. ১১ বছর খ. ১৩ বছর গ. ১৬ বছর ঘ. ২২ বছর ৬। সমগ্র ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল? ক. ফকির আন্দোলন খ. ফরায়েজি আন্দোলন গ. সিপাহী আন্দোলন ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন ৭। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ— i. অতিরিক্ত করের বোঝা ii. ফসলে পোকার আক্রমণ iii. তিন বছরের অনাবৃষ্টি নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ঘ. i ও iii নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। প্রিয়তা একজন তরুণ লেখক এবং সমাজসচেতন নাগরিক। তিনি মনে করেন, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বর্তমানে বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়- অবিচার দূর করতে তরুণদের মাঝে নৈতিক জাগরণ ঘটাতে হবে। তাই তিনি তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন। ৮। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে ৯। প্রিয়তা ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন— i. লর্ড বেন্টিঙ্ক ii. রাজা রামমোহন রায় iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii ১০। সামরিক শাসন বলতে বোঝায়- ক. রাষ্ট্রপ্রধানের শাসন খ. জঙ্গিবাদীদের শাসন গ. সেনাপ্রধানের শাসন ঘ. বিপ্লবী নেতার শাসন ১১। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ— ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য গ. কঠোর হস্তে বিদ্রোহ দমনের জন্য ঘ. সচিবালয় গড়ে তোলার জন্য ১২। মুক্তিযুদ্ধে দশ নম্বর সেক্টরের অধীনে ছিল — i. সমুদ্র উপকূলীয় অঞ্চল ii. নৌ কমান্ডো iii. অভ্যন্তরীণ নৌপথ নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ১৩। অসহযোগ আন্দোলন হচ্ছে— ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি খ. বিশ্বশান্তির জন্য প্রণীত কর্মসূচি গ. সব যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি ঘ. স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি ১৪। মুজিবনগর সরকার গঠিত হয়- ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল ১৫। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত? ক. ১০০০ ডলার খ. ৯৮০ ডলার গ. ৯৭০ ডলার ঘ. ৮১৮ ডলার ১৬। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল? ক. প্রায় দুশ বছর খ. তিনশ বছর গ. চারশ বছর ঘ. প্রায় পাঁচশ বছর ১৭। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম— ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক গ. শিশুপার্ক ঘ. ব্রিটিশ পার্ক ১৮। সিপাহী বিদ্রোহ হয় কত সালে? ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৮ সালে গ. ১৯৪৭ সালে ঘ. ১৮৫৭ সালে ১৯। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে? ক. বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর ২০। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটির বর্তমান নাম— ক. গণভবন খ. বঙ্গভবন গ. উত্তরা গণভবন ঘ. সংসদ ভবন ২১। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়? ক. পড়াশোনা খ. বিনোদন গ. ব্যায়াম ঘ. আচরণ ২২। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম— ক. পত্রিকা খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. রেডিও ২৩। সমাজিকীকরণের গুরুত্বর্পূণ বাহন হলো— ক. শিশুরা খ. সমবয়সী সাথী গ. পিতা-মাতা ঘ. ভাইবোন ২৪। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি? ক. ইন্টারনেট খ. সংবাদপত্র গ. টেলিভিশন ঘ. রেডিও। ২৫। টেলিভিশন ছাত্রছাত্রীদের জন্য ক্ষতির কারণ কেন? ক. রাত জেগে অনুষ্ঠান দেখে বলে খ. সস্তা বিনোদনমূলক মাধ্যম বলে গ. শিক্ষামূলক প্রচার নেই বলে ঘ. জনপ্রিয় প্রোগ্রামে সয়লাব বলে ২৬। কান্তজির মন্দির অবস্থিত— ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্লায় ঘ. সাভারে ২৭। কোন আমলে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়? ক. সুলতানি আমলে খ. পাল আমলে গ. মোগল ঘ. ইংরেজ আমলে ২৮। কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল? ক. বৌদ্ধ খ. মুসলমান সমাজে গ. হিন্দু সমাজে ঘ. ইহুদি সমাজে ২৯। চর্যাপদের কাল নির্ণয় করেন— ক. দীনেশ চন্দ্র সেন খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী ৩০। লোকগানের যুবরাজ— ক. আবদুল আলীম খ. লালন শাহ গ. শাহ আবদুুল করিম ঘ. আব্বাসউদ্দিন আহমদ ৩১। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন? ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. এনামুল হক গ. আবুল ফজল ঘ. ড. আহমদ শরীফ ৩২। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য? ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল গ. জাহানারা ইমাম ঘ. শামসুননাহার মাহমুদ ৩৩। যুক্তিবাদী মননশীল সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয় — i. প্রমথ চৌধুরী ii. আহমদ শরীফ iii. আব্দুল হক নিচের কোনটি সঠিক ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii ৩৪। মানবসম্পদ উন্নয়ন হলো— ক. বেকার মানুষকে চাকরি প্রদান খ. দক্ষ মানুষকে চাকরি প্রদান গ. মানুষকে শ্রমশক্তিসম্পন্ ন করা ঘ. অদক্ষ মানুষকে চাকরি প্রদান ৩৫। রেমিট্যান্স বলতে কী বোঝায়? ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ গ. দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ ৩৬। শিক্ষা কেমন অধিকার? ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার ৩৭। জিডিপি (GDP) বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণ রূপ কোনটি? ক. Gross Domestic Product খ. Gross New Product গ. Gross Domestic Production ঘ. Gross Due Production ৩৮। রাষ্ট্রের মূল চালিকাশক্তি— ক. জনগণ খ. সার্বভৌমত্ব গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড ৩৯। গণতন্ত্র বলতে কী বোঝায়? ক. রাষ্ট্রপতির শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন গ. জনগণের শাসন ঘ. মন্ত্রীদের শাসন ৪০। সংবিধান রাষ্ট্র পরিচালনার — ক. দলিল খ. হাতিয়ার
Posted on: Tue, 25 Nov 2014 01:58:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015