হৃদয় খান.. প্রাথমিক - TopicsExpress



          

হৃদয় খান.. প্রাথমিক তথ্যাদি জন্ম ১৮ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৪) ঢাকা, বাংলাদেশ উদ্ভব ঢাকা ধরন চলচ্চিত্র স্কোর, টেকনো, ফিউসন, পপ পেশা সুরকার, গায়ক, রেকর্ড প্রযোজক বাদ্যযন্ত্র কি বোর্ড, কন্ঠ, গীটার কার্যকাল ২০০৮–বর্তমান সহযোগী শিল্পী মিলা ইসলাম হৃদয় খান ( ইংরেজি: Hridoy Khan; জন্ম ১৮ জানুয়ারি, ১৯৯০ ) একজন বাংলাদেশী গায়ক এবং সুরকার।[১] তার প্রথম এলবাম হৃদয় মিক্স প্রকাশিত হয় ২০০৮ সালে। [২][৩][৪] তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সুরকার।[৫] প্রাথমিক জীবন খান ১৯৯০ সালের ১৮ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। [৬] তার বাবা রিপন খান, যিনি বাংলাদেশের জিঙ্গেল কিং নামে পরিচিত। তার দাদা মইনুল ইসলাম খান একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক ছিলেন। [৭] ডিস্কোগ্রাফি বছর শিরোনাম ২০০৮ হৃদয় মিক্স ২০০৯ বল না ২০১০ হৃদয় মিক্স ২ ২০১১ ছোঁয়া ২০১৩ হৃদয় মিক্স ৩ ২০১৪ ভালো লাগে না[৮] সিনেমা’র গানের এলবাম চোরাবালি মোস্ট ওয়েলকাম এইতো ভালবাসা অবুঝ ভাডূ প্রাণের প্রিয়া টেলিভিশন[৯] আই লাভ ইউ (২০১২) অ্যান্ট স্টোরিূ আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪) তথ্যসূত্র 1. ↑ Singing Sensation: Hridoy Khan । সংগৃহীত 28 July 2013। 2. ↑ Hridoy Khan’s Chho(n)a releases on 25 March । সংগৃহীত 28 July 2013। 3. ↑ Hridoy Khan on Banglavision । 4. ↑ Hridoy Khan Biography । সংগৃহীত 28 July 2013। 5. ↑ 300 singers to face Hridoy Khan in June । priyo। সংগৃহীত 28 July 2013। 6. ↑ Singer Hridoy Khan live । Thedailystar.net। সংগৃহীত 28 July 2013। 7. ↑ Hridoy Khan Musical Background । bebo। সংগৃহীত 28 July 2013। 8. ↑ প্রোফাইলঃ হৃদয় খান । lyricsbd। সংগৃহীত 28 July 2013। 9. ↑ Hridoy Khan Discography । last.fm। সংগৃহীত 28 July 2013।
Posted on: Fri, 08 Aug 2014 15:45:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015