হৃদয় জয়ের দু’দশক Written by - TopicsExpress



          

হৃদয় জয়ের দু’দশক Written by স্টাফ রিপোর্টার | 17.01.2014 12:25 অপরাহ্ন | 0 suchitra1 বিদায় মহানায়িকা৷ দীর্ঘ তিনদশক সেলুলয়েডের অন্তরাল থেকে আজ জীবনের অন্তরালে চলে গেলেন সুচিত্রা সেন৷ দীর্ঘ দুই দু’দশকে আমাদের অগুনতিক সিনেমা উপহার দিয়েছেন সপ্তপদীর রীণা ব্রাউন৷ আজ তিনি নেই৷ কিন্তু তার সৃষ্টি তার অভিনীত আজীবন আমাদের মনন, চিন্তন ও কল্পনা জীবিত থাকবেন৷ তার অভিনীত প্রতিটি চরিত্রে আমরা প্রতিমুহূর্তে খুঁজে পাব আমাদের মহানায়িকাকে৷ মহানায়িকার অভিনীত চলচ্চিত্র সমূহ সাড়ে চুয়াত্তর (১৯৫৩) ওরা থাকে ওধারে (১৯৫৪) অগ্নিপরীক্ষা (১৯৫৪) শাপমোচন (১৯৫৫) সবার উপরে (১৯৫৫) সাগরিকা (১৯৫৬) পথে হল দেরী‘ (১৯৫৭) হারানো সুর (১৯৫৭) দীপ জ্বেলে যাই (১৯৫৯) সপ্তপদী (১৯৬১) বিপাশা (১৯৬২) চাওয়া-পাওয়া সাত-পাকে বাঁধা (১৯৬৩) হসপিটাল শিল্পী (১৯৬৫) ইন্দ্রাণী (১৯৫৮) রাজলক্ষী ও শ্রীকান্ত (১৯৫৮) সূর্য তোরণ (১৯৫৮) উত্তর ফাল্গুনি (১৯৬৩) (হিন্দিতে পুনঃনির্মিত হয়েছে মমতা নামে) গৃহদাহ (১৯৬৭) ফরিয়াদ দেবী চৌধুরানী (১৯৭৪) দত্তা (১৯৭৬) প্রিয় বান্ধবী প্রণয় পাশ (১৯৭৮) (মহানায়িকার শেষ ছবি)
Posted on: Fri, 17 Jan 2014 10:19:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015