হ্যাঁ, ইরাকের মতো - TopicsExpress



          

হ্যাঁ, ইরাকের মতো সিরিয়ায় হামলার জন্যও দারুণ এক অজুহাত সাজানো হয়েছে। বলা হচ্ছে, বাশার আল-আসাদের সেনাবাহিনী দামেস্কের কাছে রাসায়নিক হামলায় হাজার মানুষকে হত্যা করেছে। মানুষ নিহত হয়েছে সত্য, কিন্তু কারা তাদের হত্যা করেছে, তার কোনো প্রমাণ নেই। সাদ্দামের গণবিধ্বংসী অস্ত্রের মতো সিরিয়ার রাসায়নিক অস্ত্রও রূপকথা মাত্র। বাশার আল-আসাদ যুক্তি দিয়েছেন, জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের দামেস্কে ডেকে এনে তাঁদের হোটেলের ১৫ কিলোমিটারের মধ্যে রাসায়নিক অস্ত্রে মানুষ হত্যা করে নিজের ক্ষতি আমি কেন করব? কথা সত্য, আল-আসাদ খারাপ শাসক হতে পারেন, বোকার হদ্দ নন। রবার্ট ফিস্ক জানিয়েছেন, সিরিয়ার পক্ষে লড়াই করা তিন হিজবুল্লাহ যোদ্ধাও রাসায়নিক অস্ত্রের শিকার হন। সিরিয়ায় অবস্থানকারীজাতিসংঘের পরিদর্শক কার্লা ডেল পন্টেও জানিয়েছেন, শক্ত ও জোরদার সন্দেহ যে, বিদ্রোহীরাই এ কাজ করেছে। যখন পশ্চিমা-সমর্থিত বিদ্রোহীরা পরাজয়ের মুখে, তখন সরাসরি মার্কিন হামলার অজুহাত তৈরির জন্য ঘটনাটা ঘটানো হয়েছে বলেই মনে হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্দর লুকাশেভিচও প্রশ্ন তুলেছেন: ঘটনা ঘটবার কয়েক ঘণ্টা আগেই কী করে রাসায়নিক হামলার অভিযোগ ও তথ্যপ্রমাণাদি ইন্টারনেটে ছড়িয়েযায়? ঘটনাপরম্পরা খেয়াল করলেও ফাঁকিটা ধরা পড়ে। বারাক ওবামা হুমকি দিলেন, আসাদ সরকার ‘লাল দাগ’ ডিঙালে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে। তারপর পরিকল্পনা অনুযায়ী একদিন লাল দাগ অতিক্রমের অভিযোগ উঠল। যুদ্ধের দামামাও বাজল। অথচ অভিযোগের পক্ষের প্রমাণটাই কেউ দিচ্ছে না। সিরিয়ার বিরুদ্ধে এর আগে বিমান হামলা করে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগও অপ্রমাণিত থেকেছে। প্রমাণ না থাকলেও তো ইউটিউব আছে, সিএনএন, বিবিসি, আল-জাজিরা ও ফক্স নিউজ আছে। সেখানে ভূরি ভূরি ভিডিও, সাক্ষাৎকার ছবি ছড়িয়ে জনমত তৈরি করা হচ্ছে। আগেকার দিনে বিউগল-দামামা বাজিয়ে যুদ্ধ ঘোষণা করা হতো, এখন করা হয় বৈশ্বিক মিডিয়ায় মিথ্যা তথ্যবোমা ফাটিয়ে। আগেকার দিনে স্বদেশের পার্লামেন্ট বা কংগ্রেস এবং বিদেশে জাতিসংঘের অনুমোদন ছাড়া যুদ্ধ ঘোষণা বেআইনি ছিল। এখন সেই অনুমোদন দেয় বৃহৎ মিডিয়া আর আন্তর্জাতিক সম্প্রদায় নামের খয়ের খাঁ গোষ্ঠী।prothom-alo/opinion/article/42791/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC_%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AA%E0%A7%87%E0%A6%87%E0%A6%A1_%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%87%E0%A6%87%E0%A6%A1_%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7
Posted on: Thu, 29 Aug 2013 07:52:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015