হ্যাকার মামুদের হাত থেকে - TopicsExpress



          

হ্যাকার মামুদের হাত থেকে আপনার ফেসবুক সম্পূর্ণ নিরাপদ রাখার কয়েকটি টিপস : হ্যাকার শব্দটি একটি আতংকের বিষয়। সাইবার জগতের সবাই চায় হ্যাকার থেকে বাঁচতে । হ্যাকারদের আক্রমনের একটি অন্যতম লক্ষ্যবস্তু হল ফেসবুক। আপনিও এদের আওতার বাইরে নয়। ভেবে দেখেছেন কি, আপনার ফেসবুকটি নিরাপদ কি না? যদি আজ পর্যন্ত আপনার ফেসবুক নিরাপদ রাখার জন্য কিছুই না করে থাকেন। তবে আজই সচেতন হোন। হ্যাকার থেকে ফেসবুক নিরাপদ রাখার কয়েকটি টিপস জেনে নিন : ১. পাসওয়ার্ড : আপনি যদি আপনার পাসওয়ার্ডটি একদমই সাধারণ দিয়ে থাকেন। কিংবা মোবাইল নম্বরকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন। তবে আজই Account Settings > General > Password পাসওয়ার্ড পাল্টে নিন। মনে রাখা সম্ভব হলে ক্যারেক্টার, সিম্বল এবং ডিজিটের কম্বিনেশনে পাসওয়ার্ড তৈরী করুন। ২. মোবাইল : ফেসবুক একাউন্টে আপনার মোবাইল নম্বরটি কনফার্ম করুন। এটি আপনার ফেসবুককে নিরাপত্তা দিবে। Account Settings > Mobile এ গিয়ে Add a Phone এ click করুন। কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নম্বর দিন। এখন পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি মোবাইল নম্বরটি দিয়ে পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। চাইলে Activate Text Messaging এ ক্লিক করে আপনি প্রতিবার লগ-ইনে মোবাইল কনফারমেশন চালু করতে পারেন। ৩. সিকিউর ব্রাউজিং : ডান কোণার ড্রপ ডাউন মেনু থেকে Account Settings > Security >Secure Browsing এর Edit এ click করে আপনার ব্রাউজিং সিকিউর সেটিংস যদি ডিসেবল থাকে তবে Enable করে দিন। ৪. লগ-ইন এপ্রুভাল : unrecognized devices থেকে আপনার ফেসবুক ব্রাউজিং নিরাপদ করতে চাইলে Account Settings > Security > Login Approvals এ গিয়ে লগ-ইন এপ্রুভাল চালু করতে পারেন। আপনি যদি ইতোমধ্যে মোবাইল নম্বর যুক্ত করে থাকেন তবে আপনার মোবাইলে একটি কোড যাবে যা সাবমিট করলেই তা চালু হয়ে যাবে। ৫. আগের সেশনগুলো ডিসকানেক্ট করুন : আপনি ফেসবুকে যে সকল Device এবং লোকেশন থেকে লগ-ইন দিয়েছেন সেগুলো ডিফল্টভাব একটিভ হয়ে থাকে। Account Settings > Security page > Active Sessions গেলেই Device Type, Location, Accessed time সবগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি Current Session টা বাদে বাকীগুলোর পাশে থাকা End Activity বাটনে ক্লিক করে Kill করে দিন। ৬. প্রাইভেট ব্রাউজিং : অন্য ব্যাক্তি দ্বারা আপনার একাউন্ট একসেস করা থেকে বাঁচার আরেকটা রাস্তা হলো প্রাইভেট ব্রাউজিং চালু করা। আপনি Firefox ব্যবহারকারী হলে Tools > Start Private Browsing অথবা File > New Private Window থেকে। আর Chrome ব্যবহারকারী হলে File > New Incognito Window থেকে প্রাইভেট ব্রাউজিং করতে পারেন। ৭. আনচেক Keep Me Logged In : আমরা যখন ফেসবুকে লগ-ইন করি তখন মেইল এড্রেস ঘরের নিচেই Keep Me Logged In চেকবক্স দেখতে পাই। লগ-ইন বাটনে ক্লিক করার আগে নিশ্চিত হোন যে, আপনার এ চেকবক্সটি আনচেক করা আছে। ৮. স্প্যাম লিংক থেকে দূরে থাকুন : ফেসবুকের স্প্যাম কিংবা স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ফেসবুকে Money scams, phishing links, malicious links এর ছড়াছড়ি। এসব লিংকে কখনওই ক্লিক করবেন না। facebook ব্যতিত অন্য কোন সাইট লিংকে আপনার Username-Passward দিবেন না। ৯. সাইন আউট নিশ্চিত করুন : প্রতিবার ফেসবুক ব্যবহার করার পর সাইন আউট নিশ্চিত করুন। একটু আলসেমি আপনার আইডি অনিরাপদ করে দিতে পারে। মোটকথা, আপনি যখন একজন ফেসবুক ব্যবহারকারী তখন বিষয়গুলো আপনার জানা দরকার। নিজের আইডির নিরাপত্তার স্বার্থেই দরকার। তাই সতর্ক থাকুন, নিজের ফেসবুককে নিরাপদ রাখুন। -কালেক্টেড অনলি ফর ইউর ইউসনেস... ক্যাচ মি এট ফেইসবুক fb.me/mobileworm
Posted on: Wed, 23 Jul 2014 11:02:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015