হ্যাক হয়ে যাওয়া - TopicsExpress



          

হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আ্যকাউন্ট উদ্ধার করুন সহজ উপায়ে! =============== =============== =============== আজকের অন্তরজালের পৃথিবীতে আমাদের সবার ফেসবুক একাউন্টগুলো দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । সামাজিক যোগাযোগের একটি বড় মাধ্যমও হয়ে উঠেছে ফেসবুক । এই মুহূর্তে কিছু সাইবার অপরাধী আপনাকে বিপদে ফেলতে উদ্দেশ্যপ্রণোদি ত ভাবে আপনার একাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে, অথবা ইতমধ্যেই আপনি যদি এমন ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কোনো এক ব্লগারের দেয়া ফিশিং লিংক থেকে অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার হয়েছেন। তাই হ্যাক হওয়া একাউন্ট ফেরত আনতে নিচের পদ্ধতিটিকে কাজে লাগান । আবারো নিজেকে জুড়ুন নতুন সম্পর্কগুলোর সাথে । নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ১) সর্ব প্রথম এই লিঙ্কে যান facebook/hacked । এবার My account is compromised এই বাটনে ক্লিক করুন। ২) ক্লিক করার আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে । বর্নিত ৩ টি অপশনে যেকোন একটির ইনফরমেশন দিয়ে সার্চ এ ক্লিক করুন। ৩) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে। এখন This is My Account এ ক্লিক করুন। ৪) ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে। এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন। =============== ========================== লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের নিকট। হতে পারে তারাও এতে উপকৃত হবে
Posted on: Thu, 24 Jul 2014 06:28:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015