হ্যাপি নিউ ইয়ার পুরনো - TopicsExpress



          

হ্যাপি নিউ ইয়ার পুরনো বছরে যত জীর্ণ যত খরা নতুন বছরে দেবে কি ধরা সুখ সে তো অধরা তবু ও চলবে চেষ্টা প্রানপ্রন চলবে সুখ ধরার প্রচেষ্টা শুনেছি চিরকাল শেষ ভালো যার সব ভালো শেষ দিনে হরতাল এই কি কপালে ছিল শেষ দিনে হরতাল শেষ কি হবে নতুন বছরে হরতাল ছাড়া দেশ কি পাবে পুরনো কিছু দুঃসহ স্ম্রতি করবে তারা হয়তো ভুলেই যাবো জিয়াদ ছিল কারা হবে কি বিচার নাকি শুধুই তদন্ত কমিটি জিয়াদ তারা হয়ে জ্বলবে আকাশে মিটিমিটি এই বছর কি শেষ প্রশ্ন পত্র ফাস শেষ কি হবে গন এ প্লাস কোমল মতি শিশু শিখছে চুরি এ দায় আমরা কি এড়াতে পারি চাইনা আর কোন পিনাক -৬ ডুবি চাইনা শুনতে স্বজন হারা আহাজারি চাইনা সড়কে কোন মৃত্যু আর নতুন বছরে ভাবি নতুন করে আবার পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে ভালো থাকি আমি আপনি সবাই মিলে KHAN COMPUTER ZONE DHAKA NEW ELEPHANT ROAD 01676373093 01720508366 md mithu khan
Posted on: Wed, 31 Dec 2014 13:51:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015