হ্যালো সবাই কেমন আছ - TopicsExpress



          

হ্যালো সবাই কেমন আছ তোমরা? আসা করি সবাই বেশ ভাল আছ। অনেকদিন কোন রিভিও দেওয়া হচ্ছে না। সাংসারিক ও ব্যবসায়িক ব্যস্থতার কারনে সময় করতে পারছি না। আজ তোমাদের MSI GTX 980 4G Twin Frozr V Gaming OC এর রিভিও দিব। রিভিওটি আমি ২ টি পার্টে ভাগ করে নিয়েছি। আজ দিব এর টেকনিক্যাল রিভিও। কার্ডটির গেইমিং রিভিও পরে দিব। GTX 980 হলো Nvidia এর নতুন হাই এন্ড সিঙ্গেল জিপিউ গ্রাফিক্স কার্ড। যা তাদের নতুন আরকিটেক্চার Maxwell আরকিটেক্চারের কোর GM204 এ তৈরী। MSI এর কাস্টম বিল্ডের এই কার্ডে ব্যবহার করা হয়েছে MSI এর ডুয়েল ফ্যানের নতুন টুইন ফ্রোজার কুলার, কাস্টম ডিজাইনের বোর্ড এবং নতুন ভোল্টেজ রেগুলেশন সার্কিট। লাল-কালো রঙের কার্ডটি দেখতে খুব আকর্ষনিয়। এবার MSI তাদের Twin Frozr V কুলারের লুক এ একটু পরিবর্তন এনেছে, যাতে ১ নং ফ্যানের উপরের অংশ লাল রঙের শেড দেয়া হয়েছে। তাদের নতুন কুলিং সিস্টেমে SuperSU Pipe টেকনোলজীর ৫ টি nickel-coated copper হিটপাইপ ব্যবহার করা হয়েছে। আছে MSI এর নতুন TORX FAN ডিজাইনের ২ টি 10cm ফ্যান এবং ব্যবহার করা হয়েছে Hybrid Frozr টেকনোলজী যা 50ºC এর নিচের তাপমাত্রায় কার্ডটির ফ্যান ২ টিকে সম্পুর্নভাবে বন্ধ রাখে। মেমোরী ও ভোল্টেজ রেগুলেশন চিপকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে ছোট ২ টি হিটসিংক। এতে ব্যবহার করা হয়েছে মিলিটারি ক্লাসের কম্পোনেন্ট্। 28.0 x 14.5 cm মাপের কার্ডটিকে পাওয়ার দেওয়ার জন্যে দেয়া হয়েছে ২ টি ৮ পিনের PCIe পাওয়ার কানেক্টর। যার সাহায্যে কার্ডটি সর্বোচ্চ ৩৭৫ ওয়াট পাওয়ার ড্র করতে সক্ষম। রেফারেন্স কার্ডের মতই এতেও ভোল্টেজ কন্ট্রোলার হিসেবে ব্যবহৃত হয়েছে OnSemi NCP91164 মডেলের চিপ। যা Nvidia ড্রাইভার দিয়ে নিয়ন্ত্রন করা যায়। কার্ডটিতে মেমোরী হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ্ব বিখ্যাত টেকজায়ান্ট কোম্পানী Samsung এর তৈরী 4GB GDDR5 মেমোরী চিপ, যার মডেল নাম্বার K4G41325FC-HC28। এটি 1750 MHz (7000 MHz GDDR5 effective) স্পিডে চলে, যা 256 Bit মেমোরী বাসের। কোর হিসেবে এতে ব্যবহৃত হয়েছে Nvidia এর Maxwell আরকিটেক্চারের তৈরী GM204 গ্রাফিক্স প্রসেসর। যা 28 nm টেকনোলজীতে তৈরী করা। এতে 5.2 billion ট্রানজিস্টর আছে, যার ডাই এর মাপ 398 mm²। যেটি তাইওয়ানের বিশ্ব বিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্টান TSMC তে তৈরী করা। কার্ডটির কোর ক্লক স্পিড 1216 MHz ওসি মুডে সেট করা হয়েছে যেটি 1317 MHz পর্যন্ত বুষ্ট হতে পারে। কার্ডটিতে কুডা কোর এর সংখ্যা 2048 এবং ROP এর সংখ্যা 64। ডুয়েল স্লটের কার্ডটিতে আছে ২ টি SLI কানেক্টর যাতে একসাথে ৪ টা কার্ডকে লিংক করে Quad SLI কনফিগারেশনে চালানো যায়। আছে একটি Dual-Link DVI-I কানেক্টর, একটি HDMI 2.0 পোর্ট এবং তিনটি DisplayPort 1.2 কানেক্টর। কার্ডটিতে একসাথে তিনটি G-sync এনেবেল মনিটর ব্যবহার করা যায়। এতে LED backlit এর Dragon এর সুন্দর একটি লোগো ব্যবহার করা হয়েছে। যা কেসিং এর সাইড উইন্ডো দিয়ে দেখা যায় যা দেখতে খুবই দারুন লাগে। ওভারক্লকিং পারফরমেন্সঃ MSI এর এই কার্ডটির ওভারক্লকিং পারফরমেন্স এক কথায় অসাধারন। HEXUS এর এক ল্যাব টেস্ট এ এই কার্ডটির কোর ক্লক কে সর্বোচ্ছ 1,385MHz পর্যন্ত ওভারক্লক করা সম্ভব হয়েছে, যা 1,486MHz পর্যন্ত বুস্ট হতে পেরেছে। এবং ঐ টেস্টে এর মেমোরী ক্লক কে সর্বোচ্ছ 2000MHz (8000MHz effective) পর্যন্ত স্ট্যাবল ওভারক্লক করা সম্ভব হয়েছে। যা কার্ডটির ডেফল্ট স্পিডের গেইমিং পারফরমেন্স থেকে প্রায় 15% এবং রেফারেন্স কার্ড থেকে প্রায় 25% বেশী গেইমিং পারফরমেন্স দিয়েছে। তাপমাত্রা ও নয়েজ লেবেলঃ কার্ডটি যতেষ্ট ঠান্ডা পরিবেশ বজায় রাখতে সক্ষম। এমনকি সর্বোচ্ছ ওভারক্লক করা হলেও এটি কখনো 85ºC ক্রস করে নাই। এবং এর নয়েজ লেবেল খুবই সন্তোসজনক। আইডল ও কম লোডে এটি 0 নয়েজ বজায় রাখে এবং এর ২ টি ফ্যানকে ১০০% স্পিডে সেট করলেও এটি প্রায় সাইলেন্ট পরিবেশ বজায় রাখতে সক্ষম। মূল্য এবং প্রাপ্তিস্থানঃ কার্ডটির অতিমাত্রায় চাহিদা থাকায় এটি আর্ন্তজাতিক প্রায় সব জায়গায় স্টক আউট হয়ে গেছে। বাংলাদেশে এটি United Computer Center (UCC) তে পাবেন। তবে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। আর যারা CTG তে থাকেন তারা আমার বড় ভাই Emon Aktar Hossain (Manager @ UCC, CTG) এর সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার কথা বললে তোমাদের অবশ্যই কিছু ডিসকাউন্ট দিবে আশা করি। আজ তাহলে এখানেই। আশা করি রিভিওটি তোমাদের ভাল লাগবে। #Sazzad_ag
Posted on: Thu, 16 Oct 2014 09:26:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015