হয়ে যান জম্বি মেয়ে আর ভয় - TopicsExpress



          

হয়ে যান জম্বি মেয়ে আর ভয় পাইয়ে দিন অন্যদের Posted by: ছবির ছেলে বন্ধুদের ভয় পাইয়ে দিতে কেমন লাগে আপনার? আমার কিন্তু ভালোই লাগে। এই কাজটা করতে সম্ভবত আমরা সবাই কম-বেশি পছন্দ করি। নিজের কিংবা বন্ধুটির কোন একটি ছবিকে ভৌতিক রূপ দিয়ে যদি বন্ধুটির রাতের ঘুম হারাম করে দেয়া যায়,তবে কিন্তু মন্দ হয় না। আজকে আমরা সেই কাজটিই করব, দেখব কেমন করে কোন একটি ছবিতে হরর ইফেক্ট দিয়ে ছবির মানুষটিকে জম্বি বানিয়ে ফেলা যায়। চলুন দেখি কি করে কাজটা করা যায়… ফটোশপ ফটো ইফেক্ট টিউটোরিয়াল হয়ে যান জম্বি মেয়ে আর ভয় পাইয়ে দিন অন্যদের প্রথমে আমরা যে ছবিটি নিয়ে কাজ করব সেটি ফটোশপে ওপেন করব। এবার আমরা ভয়ঙ্কর ধরনের আরেকটি ছবি ওপেন করব। আমি এখানে অপারেশনের পর পেটের ভিতরের অংশের একটি ছবি ওপেন করেছি। ছবিটি দেখে একটু কেমন যেন লাগছে,তাই না?কেমন যেন বিশ্রী আর ভয়ানক!একটু অপেক্ষা করুন,আমরাতো অন্যকে ভয়ই দেখাতে চাচ্ছি,তাই না? এখন লেসো টুল দিয়ে নীচের মতো সিলেক্ট করুন। তারপর মেনুবার থেকে ‘Select > Modify > Feather’-এ যান… তারপর ‘feather radius ‘ ২০ সিলেক্ট করুন। তারপর নির্বাচিত অংশটুকু ‘Ctrl + C’ চেপে কপি করুন। তারপর মুখের ছবিটির লেয়ারে গিয়ে ‘Ctrl + V’ চেপে পেস্ট করলে এটি নতুন একটি লেয়ারে বসে যাবে।তারপর ‘Ctrl+T’ চেপে ছবিটিকে প্রয়োজনমত ছোট-বড় করে ঘুরিয়ে হ্যান্ড টুলের মাধ্যমে পছন্দমতো জায়গায় বসিয়ে দিতে হবে। পেস্ট করা কাটা মাংসের টুকরোটির চারপাশ নিখুঁত করতে ইরেজার টুলটি নির্বাচন করুন, তারপর অপাসিটি ‘40’ করে দিয়ে ধীরে ধীরে চারপাশ ঘষুন। মেনুবার থেকে ‘Image > Adjustments > Color Balance’-এ যান অথবা কীবোর্ডে ‘Ctrl + B’ চাপুন আর কালার লেভেল নীচের মতো নির্বাচন করুন। মেনুবারে Image > Adjustments > Brightness and contrast-এ গিয়ে নীচের ছবির অনুরূপ মান নির্বাচন করুন। একইভাবে অপারেশন করা পেটের ভেতরের অংশের ছবি থেকে ভয়ঙ্কর আরো কিছু অংশ সিলেক্ট করে মুখের অন্যান্য অংশে বসিয়ে দিন। এভাবে যতোবার পেস্ট করবেন ততোগুলো লেয়ার হবে। এবার আমরা প্রথম লেয়ার মানে মেয়েটির মুখের ছবিটির লেয়ারে ফিরে যাই। এখন লেসো টুল দিয়ে চোখগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করা অংশটুকু কপি করে একটি নতুন লেয়ারে পেস্ট করে ‘Image > Adjustments > Color Balance’ অথবা ‘Ctrl + B’ চেপে নিচের মতো কালার ব্যালেন্স সিলেক্ট করুন। লেয়ার প্যানেলে গিয়ে ব্লেন্ডিং মুড নরমাল থেকে ‘screen’ মুড সিলেক্ট করুন। এখন আমরা সবগুলো লেয়ারকে একটি লেয়ারে পরিণত করব যাতে আমরা পুরো ছবিটি নিয়ে কাজ করতে পারি। এজন্য আমরা প্রথমে সবচেয়ে নিচের লেয়ারটি সিলেক্ট করে ‘SHIFT’ চেপে সবচেয়ে উপরের লেয়ারটিতে ক্লিক করব। কী ? সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেল,তাই না? এখন ‘Ctrl + Alt + E’ চাপুন। লক্ষ্য করুন,সবগুলো লেয়ার এক হয়ে নতুন একটি লেয়ারে পরিণত হয়েছে।সেই সাথে আগের লেয়ারগুলোও আগের মতই রয়েছে।ফলে আমরা প্রয়োজন পড়লে যে কোন লেয়ারই ব্যবহার করতে পারব। এবার, মেনুবারে ‘Layer > Duplicate Layer’ অথবা ‘CTRL + J’ চেপে লেয়ারটির অনুরূপ আরেকটি লেয়ার তৈরি করুন। অনুরূপ লেয়ারটিকে কার্যকর অবস্থায় রেখে মেনুবারে ‘Image > Adjustments > Hue/Saturation- এ গিয়ে নিচের মতো মান নির্বাচন করুন। ছবিটি নিচের মতো হয়ে যাবে- ‘OK’ চেপে লেয়ার প্যানেলে ব্লেন্ডিং মুড ‘Linear Light mode’ সিলেক্ট করে ‘Opacity’ ৭৭% করে দিন। এখন দেখুন আমাদের কেন পুরোনো লেয়ার রাখতে হয়। চোখের লেয়ারটি কপি (Ctrl+J) করে সবচেয়ে উপরের লেয়ারে রাখুন। এখন মেনুবারে Image > Adjustments > Curves এ গিয়ে নীচের মতো করুন। এবার দেখুন আমাদের ছবিটি- কি? ভয় পেয়েছেন? আপনি না পেলেও আপনার ভীতু বন্ধুটি ভয় পাবে নিশ্চয়ই… ডাউনলোড করে নিন এই টিউটোরিয়ালের এক্সারসাইজ ফাইলগুলোঃ তো,আর দেরি কেন? জলদি কাজে লেগে পড়ুন…
Posted on: Sat, 14 Sep 2013 11:33:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015