১। ইংরেজি কোন শব্দকে - TopicsExpress



          

১। ইংরেজি কোন শব্দকে উল্টো করে পড়লে একই হবে। madam ও reviver ২। ইংরেজি কোন বাক্যটিতে ২৬টি অক্ষর আছে। “a quick brown fox jumps over the lazy dog” ৩। সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification (কেহকে তুচ্ছ না ভাবা) ৪। ইংরেজি কোন শব্দে সবগুলো vowel আছে। “Education” ও “Favourite” ৫। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। ৬। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে। ৭। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80 ৮। “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। ৯। Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। ১০। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By। ১১। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি। ১২। Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া। ১৩। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে। (সংগৃহীত)
Posted on: Sun, 24 Nov 2013 14:57:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015