১.ইন্টারপোল এর দাফতরিক - TopicsExpress



          

১.ইন্টারপোল এর দাফতরিক নাম কি? উত্তর ঃ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাজেশন। ২. ওয়েবের জনক কে? উত্তর ঃ টিম বার্নাস লি। ৩.বিশ্ব মানবাধিকর দিবস কবে? উত্তর ঃ ১০ ডিসেম্বর। ৪.বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে কোথায়? উত্তর ঃ ইন্দোনেশিয়া। ৫. জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী? উত্তর ঃ উত্তর কোরিয়া। ৬. বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর ঃ মাউন্ট এভারেস্ট। ৭.বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে? উত্তর ঃ খোন্দকার মোশতাক আহমদ। ৮. বাংলাদেশ ও মিয়ানমার পৃথক হয়েছে কোন নদী দ্বারা? উত্তর ঃ নাফ নদী দ্বারা। ৯. স্বর্ণা সারের আবিষ্কারক কে? উত্তর ঃ ড. আব্দুল খালেক। ১০. দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় কত সালে? উত্তর ঃ ১৯৫৫ সালে। ®~XABER~
Posted on: Mon, 05 Aug 2013 08:56:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015