১. ব-দ্বীপকে ইংরেজিতে কী - TopicsExpress



          

১. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta ২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি। ৩. পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার। ৪. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি। ৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ ৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা। ৭. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ। ৮. সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত। ৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১% ১০. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি।
Posted on: Wed, 10 Dec 2014 11:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015