১. বর্তমানে বাংলাদেশে - TopicsExpress



          

১. বর্তমানে বাংলাদেশে থানা সংখ্যা কতটি? - ৬৩৬টি ২. বিশ্বের কোন দেশের লোক সবচেয়ে বেশি শরণার্থী হয়েছে? --আফগানিস্তান ৩. ২০১৪সালের বিশ্ব বিনিয়োগ৯ প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ হয় ? --যুক্তরাষ্ট্রে ৪. বাংলাদেশে-ভারতের সমুদ্রসীমানির্ধারণী মামলার রায় হয় কবে? --৭জুলাই,২০১৪ ৫. নবঘোষিত ইসলামি রাষ্ট্রের (IS) খলিফা কে? -- আবু বকর আলবাগদাদি‘ ৬. ইউরোপিয়ান কমিশন-এর নতুনপ্রসিডেন্ট কে? --জাঁক্লদ জাংকার (লুক্সেমবার্গ) ৭. ব্রিকস জোটের ‘নিউ ডেভেলপমেন্ট বাংক‘ গঠনের লক্ষ্যে চুক্তি সাক্ষরিতহয় -১৫ জুলাই ২০১৫ ৮. পল্লী সঞ্চয় ব্যাংক প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে? --৩০জুন, ২০১৬ ৯. ২০১৪সালে বিশ্বকাপ ফুটবলে গোন্ডেন বুট লাভ করেন কে? -হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) ১০. সম্প্রতি চাকে জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? - ভারত। ১১ সম্প্রতি উত্তর কোরিয়ার উৎক্ষিপ্ত কোন রকেট নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়? -উনহা-৩। ১২ উইকিলিকস খ্যাত জুলিয়ান অ্যাসাঞ্জের হ্যাকিং জীবন নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নামকি? - আন্ডারগ্রাউন্ড। ১৩ সম্প্রতি কোন মুসলিম দেশ স্টেডিয়ামে মহিলাদের খেলা দেখার বৈধতা দেয়? -সৌদি আরব। ১৪ ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? - লন্ডন, যুক্তরাজ্য। ১৫ জাতীয় ই-তথ্যকোষের যাত্রা আরম্ভ হয় কবে? - ২৭ ফেব্রুয়ারী ২০১১। ১৬ প্রবাসী কল্যাণ ব্যাংক কবে যাত্রা আরম্ভ করে? - ২০ এপ্রিল ২০১১। ১৭ দেশের কোথায় প্রথম বাটারফ্লাইহাট গড়ে উঠেছে? - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৮ সম্প্রতি বাংলাদেশব্যাংকে চালুকৃত EFTসিস্টেম কি? -Electronic Funds Transfer. ১৯.এখন পর্যন্ত টিকে থাকা বিশ্বের সবচেয়ে ‍পুরনো ব্যাংক এর নামকি? -- Monte deiPaschi diSiena(MPS) ইতালি প্রতিষ্ঠা ১৪৭২ সালে ২০.২০১৪ সালের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের মাসকট কি? -- ক্লাইড নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন্। #অভ্র
Posted on: Mon, 24 Nov 2014 11:15:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015