১। রিক্সা করে যাচ্ছেন... - TopicsExpress



          

১। রিক্সা করে যাচ্ছেন... হঠাৎ করেই সামনের প্রাইভেট কারটা কোন সিগন্যাল না দিয়ে থেমে গেল আর রিক্সার সামনের চাকাটা গিয়ে লাগলো বড়োলোকের দামী প্রাইভেট কারের গায়ে। সাথে সাথেই সাহেব বের হয়ে রিকশাওয়ালার গালে কোন কথা ছাড়া চড় বসিয়ে দিলেন। রিকশাওয়ালা প্রতিবাদ করলে আশে পাশের লোকজন জমতে থাকে আর কিছু অতি উৎসাহী জনতা সাহেবের পক্ষ নিয়ে কার দোষ যাচাই না করেই রিকশাওয়ালাকে মারধর শুরু করেন (কর্পোরেট ভালবাসা)। সব দোষ গরীবের। ২। ব্যাংকে গেলেন কোন কাজে। আপনার একাউন্টে কোটি টাকা নেই, কথা বলছেন ব্যাংক কর্মকর্তার সাথে। হঠাৎ কোটিপতি সাহেবের আগমন, চেয়ার টেনে আপনার পাশেই বসলেন সাহেব। ব্যাংকের অফিসার উত্তেজিত হয়ে আপনাকে এক্সকিউজ মি বলে আপনার সামনেই পিয়নকে ডাক দিয়ে বললেন, স্যারের জন্য ভাল করে এক কাপ চা নিয়ে আয়। (কর্পোরেট ভালবাসা) ৩। কোন প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারে গেলেন, আপনার কাপড় চোপড়ে ব্র্যান্ডের কোন ছাপ নেই। আপনি কথা বলার জন্য অপেক্ষা করছেন অনেক্ষন ধরে। হঠাৎ করেই কোন বড়োলোকের ব্র্যান্ডেড পুত্র কিংবা কন্যার আগমন, সে দ্রুত কাস্টমার কেয়ার অফিসারের সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়, স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?(কর্পোরেট ভালবাসা) ৪। পাড়ার মুদির দোকানে গেলেন এক কেজি চাউল কিনতে, দোকানীর সাথে অনেকদিনের পরিচয়। হঠাৎ দোকানে এলাকার বড়লোক আঙ্কেলের আগমন। আঙ্কেল কিন্তু আবার বিশ তিরিশ হাজার টাকার মাসকাবারি বাজার করেন এখান থেকে। আপনাকে দাড় করিয়ে রেখে দোকানদার, আররে আঙ্কেল আপনার কষ্ট করে আসার কি দরকার ছিল, আমাকে ফোন করতেন, কি লাগবে আমি পাঠিয়ে দিতাম... ওই কে আছিস আঙ্কেল আসছে, আঙ্কেলের বাজারগুলা আগে দিয়ে দে(কর্পোরেট ভালবাসা) ৫। আত্মীয়ের বিয়েতে গেলেন, আপনি কিন্তু তেমন বড়লোক না... মধ্যবিত্ত ধরা যায়।খাওয়ার টেবিলে আপনার পাশেই আপনার অন্য একজন বড়লোক আত্মীয়ের ছেলে কিংবা মেয়ে বসেছে। হঠাৎ আপনি যার বিয়েতে গেছেন তার পরিবারের একজন সদস্যের আগমন, আপনাকে দেখে বলে উঠলো, লজ্জা পাবেন না নিজে নিয়ে খান... তারপর হঠাৎ ওনার দৃষ্টি গেল ওই বড়লোক পুত্র কিংবা কন্যার দিকে,...... হঠাৎ ব্যাস্ত হয়ে, আররে অমুক আব্বু/আম্মু অথবা ভাইয়া/ আপু আপনি তো কিছুই খাচ্ছেন না... এত অল্প নিলেন কেন... এত অল্প খেলে হবে?... আরেকটা নেন...... এই ওয়েটার আরেকবাটি *** নিয়ে এস (কর্পোরেট ভালবাসা) # # এক কথায় আমরা কর্পোরেট ভালবাসার মধ্যে ডুবে আছি...... প্রতিনিয়ত সাতার কাটছি কর্পোরেট ভালবাসার সাগরে......। আপনাদের এমন কোন অভিজ্ঞতা থাকলে জানান
Posted on: Tue, 15 Oct 2013 06:42:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015