১. সর্ব উত্তরের জেলা- - TopicsExpress



          

১. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা-তেঁতুলিয়া) ২. সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার (থানা- টেকনাফ) ৩. সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ (থানা- শিবগঞ্জ) ৪. সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা-থানচি) ৫.সর্ব দক্ষিণের স্থান- ছেঁড়া দ্বীপ (সেন্ট মার্টিন দ্বীপ) ৬. আয়তনে সবচেয়ে বড় জেলা- রাঙামাটি ৭. আয়তনে সবচেয়ে ছোট জেলা- নারায়ণগঞ্জ ৮. জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা ৯. জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা- বান্দরবান ১০. বৃহত্তম পাহাড়- গারো পাহাড় (ময়মনসিংহ জেলায়) ১১. উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিনডং বা বিজয় (বান্দরবান জেলায়) ১২. বাংলাদেশের পাহাড়গুলো গঠিত- টারশিয়ারি যুগে ১৩. সোয়াচ অব নো গ্রাউন্ড-বঙ্গো পসাগরে ১৪. বাংলাদেশের উপর দিয়ে গেছে- কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)
Posted on: Mon, 19 Jan 2015 10:14:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015