১০০% সত্যি ঘটনা - TopicsExpress



          

১০০% সত্যি ঘটনা :: অপরিচিত একটি মেয়ে। প্রতিদিন সকালে এই বাসায় এসে বোরকা পরিধান করে, তারপর দুপুরে এসে বোরকা খুলে রেখে যায়। ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো! এক আত্নীয়ের বাসায় গিয়েছিলাম। সেখানে ৩ দিন অবস্থান কালে প্রতিদিনই ব্যাপারটা আমার চোখে পড়ে। কৌতূহল বশতঃ আমার ঐ আত্নীয়টিকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম। আমার আত্নীয় জানালেন মেয়েটি একজন হিন্দু! প্রতিদিন কলেজে যাওয়ার পথে কয়েকটা হিন্দু ছেলে তাকে বিরক্ত করে। তাদের কাছ রক্ষা পেতেই সে প্রতিদিন এখানে এসে বোরকা পরিধান করে। আর কলেজ থেকে ফেরার পথে এখানে বোরকা খুলে যায়। হাতে পায়ে মোজা সহকারে বোরকা পরিধান করার ফলে ঐ ছেলেগুলো মেয়েটিকে চিনতে পারে না। ফলে মেয়েটিও বিরক্তির হাত থেকে বেঁচে যায়। আমি জিজ্ঞেস করলাম মেয়েটি তার বাসা থেকে বোরকা পরিধান করে বেরুলেই তো পারে। এখানে এসে পরার কি দরকার? এর জবাবে আমার আত্নীয়টি জানালেন বোরকা পরার কথা শুনলে মেয়েটির ফ্যামিলি থেকে সমস্যা হতে পারে। তাই এখানে এসে বোরকা পরিধান করে। আজ শুনলাম,পর্দা রক্ষা করে বাজে ছেলেদেরবকাছ থেকে রক্ষা পাওয়ায় মেয়েটি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে! SubhanAllah :) কমেন্টে সবাই লিখুন SubhanAllah [ সবাই লাইক,শেয়ার করুন ]
Posted on: Fri, 08 Nov 2013 16:41:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015