১৫ বছরে পা রাখলো - TopicsExpress



          

১৫ বছরে পা রাখলো বাংলাদেশের টেস্ট ক্রিকেট 8-) এই ১৪ বছরে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৮৭ টি . জয় পেয়েছে ৬টিতে , ড্র হয়েছে ১১টিতে আর হেরেছে ৭০টি ম্যাচে :-( .... . এর মাঝেই একটু আশার বানী হলো বর্তমানে সাকিব তামিমদের সাফল্য নিয়ে এগিয়ে যাওয়া। অনেক এগিয়েছে বাংলাদেশ মানতেই হবে কেননা ভারত , দক্ষিন আফ্রিকা ও নিউজিল্যান্ড তাঁদের ১৪ বছরে টেস্টে কোন জয় পায়নি :-D এই ১৪ বছরে দলগত অর্জন কম হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আছে কিছু চমক। - অভিষেক টেস্টেই আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি। - মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। - সোহাগ গাজীর ৩১বছরে রেকর্ড ভেংগে এক ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেয়া। - শেষদিকের ব্যাটসম্যান হিসাবে নেমে সেঞ্চুরি করা আবুল হাসান রাজু। - সবচেয়ে কম ইনিংসে হাজার রান করা মমিনুলের ধারাবাহিক টেস্ট সুলভ ব্যাটিং। - শ্রীলংকায় মুশফিকের ডাবল সেঞ্চুরি করা। - এবং এই সিরিজে সাকিবের চমকপ্রদ পারফরম্যান্স ও রেকর্ডের হাতছানি ........ বিশ্ব ক্রিকেটে যেখানে অন্যান্য দেশগুলো বছরে ২৩/২৪টি টেস্টে খেলছে সেখানে বাংলাদেশ খেলছে সর্ব্বোচ ৭টি :-( যা খেলুক আমার দেশ এগিয়ে যাক সামনের পথে এটাই প্রত্যাশা।
Posted on: Mon, 10 Nov 2014 14:16:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015