১৬ই ডিসেম্বর মহান বিজয় - TopicsExpress



          

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতাঃ- পূর্ণমানঃ ২৫ সময়ঃ ৩০মিঃ 1.১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কি বার ছিল ? A.রবিবার B.মঙ্গলবার C.বৃহস্পতিবার D.শনিবার 2.জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হলো- A)১৬ই ডিসেম্বর বিজয়ের তাত্‍পর্য B)৭১এর মুক্তিযুদ্ধ C)একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন D)ব্রিটিশ বিরোধী আন্দোলন 3.সবিতা কোন শব্দের প্রতিশব্দ? A.আকাশ B.বাতাস C.সূর্য D.চন্দ্র 4.শিউলিমালানজরুলে­র কোন ধরনের রচনা? A)কাব্য গ্রন্থ B)প্রবন্ধ C)গল্পগ্রন্থ D) নাটক 5.কারক শব্দের প্রকৃতি-প্রত্যয় কি? A)কর্ + অক B)কার্ +অক C)কর্ + নক D)কৃ+ নক 6.বাঁশি বাজে ঐ মধূর লগনে--- এটা কোন বাক্যের উদাহরন? A)কর্ম-কর্তৃবাচ্য B)কর্মবাচ্য C)কর্তৃবাচ্য D)ভাববাচ্য 7. You had better -- harder, or you will fail the test. A. study B. studying C. studied D. to study. 8. It is time i -- my medicine. A. take B. took C. taken D. have taken. 9. Four and four -- eight. A. makes B. make C. made D. are 10. We did not mind -- overtime occasionally. A. to work B. working C. work D. worked. 11. Noun form of do is-? A. does B. deed C. did D. done. 12.মুসলিম দেশ নয়, কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে কোন দেশের A.মালদ্বীপ B.পাকিস্তান C.সিঙ্গাপুর D.তুরস্ক 13.কোন দেশটি আলাদা ? A.ওমান B.মালদ্বীপ C.বাংলাদেশ D.ইতালি 14.তাজমহল বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কত সালে ? A.১৯৫৬ B.১৯৭৯ C.১৯৮৩ D.২০০৩ 15.আলতামিরা ও অজন্তা কি ? A.শিল্পকর্মের নাম B.রাজধানীর নাম C.গুহার নাম D.গোয়েন্দা সংস্থা 16.গোপালগঞ্জ জেলের উপজেলা নয় কোনটি ? A.কালিয়া B.কোটালীপাড়া C.কাশিয়ানী D.মকসুদপুর 17. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানোসেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? A. ২ কোটি B. ৩ কোটি C. ৪ কোটি D. ৫ কোটি উত্তরঃ ক 18. If p = 3/5, q=7/9 and r = 5/7 then? A. p
Posted on: Tue, 16 Dec 2014 15:07:11 +0000

Recently Viewed Topics




© 2015