১৬টি প্রয়োজনীয় হেলথ - TopicsExpress



          

১৬টি প্রয়োজনীয় হেলথ টিপস : ___________________ ১) প্রতিদিন আট গ্লাস পানি পান করুন ২) প্রত্যেকবারের খাবারে দুইটি সবজি এবং একটি ফল অর্ন্তভুক্ত করুন ৩) প্রত্যেকবারের খাবারের শুরুতে কাঁচা সবজির সালাদ খান ৪) বিভিন্ন রকমের সব্জি দিয়ে হালকা নাস্তা তৈরী করুন । ৫) দিনের শুরুতে লেবু দিয়ে হালকা গরম পানি পান করুন ৬) শুধুমাত্র টাটকা সব্জি খান ৭) সপ্তাহে অন্তত: একদিন দুপুর পর্যন্ত শুধুমাত্র ফল খান এবং তারপরে দিনের প্রথম খাবার খান ৮) তৎক্ষনাত রান্না করা খাবার খান বাসি অথবা ফ্রিজের খাবার খাবেন না । ৯) কপির অভ্যাস ত্যাগ করুন তার পরিবর্তে টাটকা ফলের রস খান । ১০) খাবার থেকে সমস্ত খুব ভাজা ভাজা খাবার ত্যাগ করুন । ১১) খাবারের তালিকা থেকে উচ্চ চিনিযুক্ত খাবার যেমন-হালকা পানীয়, আইসক্রিম, ক্যান্ডি এবং কুকিজ বাদ দিন । ১২) সব্জি কাটার আগে পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিন । ১৩) সব্জি ভাজার পরিবর্তে বাষ্পে সিদ্ধ করুন । ১৪) চিপস এর পরিবর্তে মুভি দেখার সময় পপকর্ণ খান ১৫) মদ এবং ধুমপান পরিহার করুন । ১৬) প্রত্যেক রাতে গভীরভাবে ঘুমান। ------------------------------------- অনেক কষ্ট করে তথ্য গুলো যোগার করে দেই । তার বিনিময়ে কি লাইক এবং শেয়ার আমরা পেতে পারিনা? আপনাদের লাইক এবং শেয়ার আমাদের উত্সাহিত করে ।
Posted on: Mon, 23 Sep 2013 05:13:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015