১৯ জানুয়ারি, - TopicsExpress



          

১৯ জানুয়ারি, ২০১৪ মেষ গরমিলটা ধরতে পারবেন আজ। এক বিন্দু ছাড় দেবেন না। বৃষ সুখের মতো ব্যথা। ব্যাপারটা বোঝেন? আজ বুঝবেন। মিথুন নাকচ কোনো আবেদন সাদরে গৃহীত হবে আজ। নাটকীয়ভাবে। কর্কট অল্প পরিচয়ের কাউকে বেশ কাছের মনে হবে। মানুষে মানুষে সম্পর্কের জায়গাটা কিন্তু গণিত দিয়ে হয় না। সিংহ দিনমান একটা প্রশান্ত ভাব থাকবে। অটুট থাকুক তা সারা জীবন। কন্যা শোক আর নৈরাশ্য দিয়ে নিজেকে ঢেকে রাখবেন না, প্লিজ। খোলস ছেড়ে বেরিয়ে আসুন। তুলা ঝামেলা থেকে নিস্তার পাওয়ার দিন, ওঁ শান্তি। বৃশ্চিক কিছু একটা ব্যাপারে হেরফের লক্ষ করছেন? আজ এটা নিয়েই থাকবেন। ধনু নিজেকে আর জবুথবু করে রাখবেন না। এত শঙ্কা কিসের আপনার? মকর কোনো একটা ঘটনায় জ্ঞানতৃষ্ণা বেড়ে যাবে হুহু করে। তৃষ্ণাটা মেটান। কুম্ভ অসহিষ্ণু হবেন না। আরেকটু ধৈর্য ধরুন আজ। মীন এত অভিমান কিসের? আজ তা ভাঙুন তো!
Posted on: Sat, 18 Jan 2014 18:19:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015