১৯৪৭ সালে ভারত - TopicsExpress



          

১৯৪৭ সালে ভারত বিভাজনের সময় বাবু স্নেহ কুমার চাকমারা পার্বত্য চত্তগ্রামকে ভারতের সঙ্গে সংযুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এমনকি তারা বিষয়টা ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য দিল্লী পয্যন্ত গিয়েছিলেন। তখন যোগাযোগ ব্যাবস্থা ছিলনা বললেই চলে। পার্বত্য চট্টগ্রাম থেকে দিল্লী গিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলা প্রায় অসম্ভব ছিল। তারপরও তারা এই বিষয়টা সেখানে তুলে ধরেছিলেন। যেকোন কারনেই হোক পার্বত্য চট্টগ্রাম ভারতের সঙ্গে যুক্ত না হয়ে পাকিস্তানে চলে গেল। আর তখন এবং সেখানেই রোপণ হল আমাদের আজকের এই দুঃখ ও দুর্দশার বীজ। তাদের চেষ্টা সফল হলে এতক্ষন পার্বত্য চট্টগ্রাম মিজোরামের মত ভারতের একটা অঙ্গরাজ্য হত আর সেক্ষেত্রে আমরা অনেক উন্নত হতাম। বার্মা ও ভারতের সীমা জুড়ে অবস্থিত আমাদের এই মাতৃভূমি সোনার ফসল দিত। অথচ সেই জায়গায় সে আজ রক্তাত আর দিনরাত অশ্রুসিক্ত! বন্ধুগণ, দিল্লী এখন আর আমাদের কাছ থেকে বেশী দূরে নয়। আমাদের রাজনৈতিক ম্যাসিউরিটিও ১৯৪৭ সালের রাজনৈতিক ম্যাসিউরিটি বৃদ্ধি পেয়েছে বলা চলে। we must represent our cause to New Delhi and it is the RIGHT TIME and RIGHT ENVIRONMENT for that. We must raise our voice for political justice. আমার পক্ষ থেকে আমি নিজেও চেষ্টা করছি। যে যেভাবে পারেন চেষ্টা করুন। এখানে বলে রাখা ভাল -- বাংলাদেশ যদি আমাদের সঙ্গে বিমাতাসুলভ ব্যবহার না করত তাহলে এইসবের কোন প্রয়োজন হতনা। ========================== Land Swap between Bangladesh and India: Our Demand and Appeal It is learned that Bangladesh and India will sign an agreement soon. According to this agreement, some disputed areas will be swapped or settled between the two countries. Our demand and appeal to Bangladesh and India: please include disputed Chittagong Hill Tracts area too in this agreement and merge it with India as a Provincial State according to the principle of the partition of the Indian Subcontinent and the wish of the people of Chittagong Hill Tracts. This step will settle over the six decade-long problem of the minority Buddhist, Hindu and Christian people of Chittagong Hill Tracts once for all. বাংলাদেশ ও ভারতের মধ্যে ভুমি চুক্তিঃ আমাদের দাবি ও আবেদন বাংলাদেশ ও ভারতের মধ্যে শীঘ্রই এক চুক্তি হবে বলে জানা গেছে। এই চুক্তি অনুসারে দুদেশের মধ্যে কিছু বিবাদপূর্ণ ভুমি বিনিময় হবে। বাংলাদেশ ও ভারতের কাছে আমাদের দাবি ও আবেদন: এই চুক্তিতে বিবাদপূর্ণ পার্বত্য এলাকাকেও অন্তর্ভুক্ত করা হোক এবং ভারত বিভাজন ও পার্বত্য চত্তগ্রামের জনগণের ইচ্ছা অনুসারে তা এক অঙ্গরাজ্য হিসেবে ভারতের সঙ্গে সংযুক্ত করা হোক। এই পদক্ষেপ ছয় দশকের বেশী দীর্ঘ পার্বত্য চত্তগ্রামের বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান সংখ্যালঘু জনগণের সমস্যা চিরতরে সমাধান করবে।
Posted on: Tue, 26 Aug 2014 05:01:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015