১৯৭০ এ বিখ্যাত ব্যান্ড - TopicsExpress



          

১৯৭০ এ বিখ্যাত ব্যান্ড বিটলস ভেঙ্গে গেছে । এমন ভাবে ভাঙ্গলো যে একে অন্যের মুখ দর্শন করবে না বলে প্রতিজ্ঞা করেছে । এদিকে আবার বব ডিলান, জোয়ান বায়েজ এর মতো শিল্পীরা প্রতিক্রিয়াশীল, সাম্রাজ্যবাদী গোষ্ঠির চক্ষুশুল । এই অবস্থায় পন্ডিত রবি শংকর জর্জ হ্যারিসনকে ফোন করলেন এবং বাংলাদেশের মানুষের পাশে দাড়ানোর জন্যে মেগা কনসার্টের আইডিয়া দিলেন । এর পর ইতিহাস । জর্জ হ্যারিসনের ফোন পেয়ে ভেঙ্গে যাওয়া বিটলসের আরেক জন সদস্য রিঙ্গ ষ্টার স্পেন থেকে উড়ে এলেন, সব ইগো প্রবলেম ত্যাগ করে বব ডিলান আর জর্জ হ্যারিসন এক মঞ্চে গান গাইলেন, গান গাইলেন বিলি প্রেস্টন, জোয়ান বায়েজ এর মতো মহারথীরা । পৃথিবীর সর্বকালের সেরা দশ চ্যারিটি কনসার্টের একটা কনসার্ট ফর বাংলাদেশ । চোখের জল আটকে রাখা যায় না যখন এটা দেখি । কেন চোখে জল আসে ? কৃতজ্ঞতা বলে একটা অনুভূতি আছে তাই ।
Posted on: Fri, 05 Dec 2014 10:04:26 +0000

Trending Topics



· Sheep placenta
even the private corporations are getting involved in the
Art of Hollywood, Henry Aaron, Roberto Clemente and Willie Mays

Recently Viewed Topics




© 2015