১৯৯৬ সালে তত্বাবধায়ক - TopicsExpress



          

১৯৯৬ সালে তত্বাবধায়ক সরকারের দাবীতে হাসিনার ক্যলেন্ডারটা দেখুন: ১৯৯৫ সাল : সেপ্টেম্বর ১৬, ১৭, ১৮: লাগাতার ৭২ ঘণ্টা হরতাল। অক্টোবর ৭-৮: পাঁচ বিভাগে লাগাতার ৩২ ঘণ্টা এবং ১৬-১৯: লাগাতার ৯৬ ঘণ্টা হরতাল। নভেম্বর ৬: ঢাকা অবরোধ। নভেম্বর ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬: প্রতিদিন সকাল- সন্ধ্যা হরতাল। ডিসেম্বর ৯ থেকে ১১: লাগাতার ৭২ ঘণ্টা হরতাল। ডিসেম্বর ১৭ সকাল-সন্ধ্যা হরতাল। ৩০ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ। ১৯৯৬ সাল : জানুয়ারি ৩-৪ : লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। ৮ ও ৯: লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। জানুয়ারি ১৭: সকাল-সন্ধ্যা হরতাল। ২৪ জানুয়ারি সিলেটে, ২৭ তারিখ খুলনায়, ২৮ তারিখ খুলনায়, ২৯ তারিখ ঢাকায় হরতাল। ফেব্রুয়ারি ১: বিশ্ববিদ্যালয় এলাকায় হরতাল। ৩ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল। ৭ ও ৮ ফেব্রুয়ারি ফেনীতে, ১০ ফেব্রুয়ারি রাজশাহীতে, ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে হরতাল। ১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ। ১৪, ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টা লাগাতার হরতাল। ফেব্রুয়ারি ২৪, ২৫, ২৬ ও ২৭: লাগাতার অসহযোগ। মার্চ ৯ থেকে ৩০: লাগাতার ২২ দিন অসহযোগ। আমরা কত পিছিয়ে আছি দেখুন!!! আর আমাদের কি করা দরকার সবাই কমেন্ট করে বলুন?
Posted on: Sun, 03 Nov 2013 15:27:19 +0000

Trending Topics



iv>
Medicina alternativa o medicina natural son términos que designan
If you and your colleagues insist on Malaya fulfilled the MA63,
RecruitFirst is outsourcing for 28 x PACKERS !!! Pack
>

Recently Viewed Topics




© 2015