২জন মিলে ৫০ টাকা দিয়ে - TopicsExpress



          

২জন মিলে ৫০ টাকা দিয়ে একটা কাঁঠাল কিনছে । এক জন চালাক আর একজন বোকা । চালাক বলল চল কাঁঠালটা ভাংগী বোকা বলল ভাই , কিন্তু টাকা ? চালাক বলল যে যেকইটা কোয়া খাবে সে ততটা টাকা দিবে । কাঁঠাল খাওয়া শুরু হল । চালাক করল কি কোয়া খেল সাথে বিচিও খেয়ে নিল আর বোকা কোয়া খেল কিন্তু বিচি জমা রাখল । শেষে দেখা দেল বোকার সামনে ৪৫ বিচি আর চালাকের সামনে ৫ টা বিচি । চালাক ৫টাকা দিয়ে বাড়ির দিকে হাটল আর মনে মনে ভাবল কি লাভ করলাম । আর বোকা ৪৫ টাকা দিয়ে মনে মনে ভাবে খাইলাম সমান তাইলে আমি বেশি টাকা দিলাম ক্যন । চালাক বাড়িতে যেতে যেতে দেখল আকাশে মেঘ ডাক দেয় আর এদিকে তার পেটের মধ্যে নিম্ন চাপ শুরু হয় কারণ কাঁঠালের বিচি হজম হয়না । নিম্নচাপের কারণে চালাক বাড়ির কাছের বাগানে কাজ সেরে নেই । সকালে উঠে চালাকের বউ দেখল বাড়িতে কোন তরকারি নাই সে বাগানে গিয়ে দেখল কিছু কাঁঠালের বিচি পড়ে আছে সে তো মহা খুশি । গরম পানি দিয়ে শিদ্ধ করে ভরতা করে চালাকে দুপুরে খাইতে দিল চালাক বলল কাঁঠালের বিচি কই পাইলা ? বউ কইল সামনের বাগানে পাইলাম । চালাক থু দিয়া কইল হায় আল্লাহ এক জিনিস কই বার খাওয়াইবা ? আজকে যারা ঘুষ খাই সুদ খাই বিশ্বাস করেন ভাই এদের কোন মুক্তি নাই । কাঁঠালের বিচি চালাকরে আল্লাহ যেমন হজম হইতে দেন নাই তেমনি করে কেয়ামতের দিন এই ঘুষ আর সুদের সব পেটের মধ্যে থেকে বাহির করে নিবেন । মার্ক জুকারবার্গ
Posted on: Wed, 24 Jul 2013 21:52:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015